Type Here to Get Search Results !

Kangana Ranaut: বলিউডে এক ভিন্ন এবং আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত


আপনার নিউজ; বিউটি সরকার:-
কঙ্গনা রানাওয়াত বর্তমান চলচ্চিত্রের একজন প্রতিষ্ঠিত ও অন্যতম সফল অভিনেত্রী। বলিউড ইন্ডাস্ট্রিতে তিনি একজন শ্রেষ্ট অভিনেত্রী হিসেবে পরিচিত। 


তিনি তিনবারের ও বেশি জাতীয় চলচ্চিত্রে পুরষ্কার পেয়েছেন ,শ্রেষ্ট অভিনেত্রীর সাথে সাথেই তিনি পাশ্ব চরিত্র হিসেবেও সুখ্যাতি লাভ করেছেন। ভারতীয় ফোর্বসের১০০  জনের তারকা তালিকাই ছয়বার তার নাম এসেছে । এছাড়াও ২০২০ সালে ভারত সরকার তাকে প্রদ্মশ্রী পদকে ভূষিত করে। 


হিমাচল প্রদেশের ছোট্ট শহর ভাম্বলা থেকে অভিনেত্রীর জীবন শুরু হয় । বাবা -মার  কথাতে প্রথমে ডাক্তার হতে চাইলেও পরে ১৬ বছর বয়সে দিল্লিতে এসে  মডেলিং শুরু করেন । পরিচালক অরবিন্দ গৌড়ের কাছ থেকে অভিনয় শেখার পর  অভিনেত্রী ২০০৬ সালে থ্রিলার চলচ্চিত্র গ্যাংস্টার এর মধ্যে দিয়ে চলচ্চিত্রে আগমন করেন এইভাবেই ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এরপর লামহে (২০০৬),ফ্যাশন( ২০০৮) এর মতো চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন। ফ্যাশন চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ট‌ পাশ্ব চরিত্রে জন্য জাতীয় চলচ্চিত্রে পুরষ্কার অর্জন করেন। 

কঙ্গনা তার সৎ মতামত প্রকাশের জন্য সবসময় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে  থাকেন এবং ভারতীয় সেলিব্রেটি হিসেবে প্রতিষ্ঠিত। প্রাথমিক জীবনে কঙ্গনা হিমাচল প্রদেশের মান্দি জেলায় এক রাজপুত পরিবারে  তার জন্ম । তার মা আশা রানাওয়াত পেশায় একজন স্কুল  শিক্ষিকা ও তার বাবা অমরদীপ রানাওয়াত একজন ব্যবসায়ী এছাড়াও তার এক দিদি ও ছোট ভাই আছে। তার পিতামহ সারজু সিং রানাওয়াত আইনসভার এক খ্যাতনামা সদস্য ছিলেন এবং তার দিদিমা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেতে একজন কর্মকর্তা ছিলেন। তিনি যৌথ পরিবারেই বড়ো হয়েছে। তিনি  তার শৈশবকাল সাধারণ ও সুখী ছিল বলে বর্ননা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side