আপনার নিউজ,বালুরঘাট :- অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার বিশিষ্ট সাংবাদিক, ক্রীড়া সংগঠক, এবং সমাজকর্মী শিশির ঘোষ ১৭ বছর আগে আজকের দিনে অর্থাৎ ২৬ শে আগস্ট প্রয়াত হয়েছেন। এই বিশিষ্ট ব্যক্তিত্বকে অবদানের জন্য বালুরঘাট শহর ভুলতে পারেনি। ভুলতে পারেনি দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব ও। তাই এই বিশিষ্ট ব্যক্তিত্বের প্রয়াণ দিবসে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন এর অনুষ্ঠান আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব।
জার্নালিস্ট ক্লাবের নিজস্ব ভবনে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের সভাপতি শংকর দাস, সম্পাদক অনুপ সান্যাল, ক্রীড়া সংগঠক গৌতম গোস্বামী, শিক্ষাবিদ নব কুমার দাস, সমাজকর্মী জিষ্ণু নিয়োগী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন এই বিশিষ্ট জনের স্মৃতিতে স্মৃতি তর্পণ করেন উপস্থিত সকল ব্যক্তিরা। এই বিশিষ্ট সাংবাদিকের কর্মজীবন, সমাজে তার অবদান সম্পর্কে আলোকপাত করা হয় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এই বিষয়ে বলতে গিয়ে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের সম্পাদক অনুষ্ঠানে বলেন শিশির ঘোষ শুধুমাত্র একজন সাংবাদিক ছিলেন না। অবিভক্ত পশ্চিম দিনাজপুর তথা বালুরঘাট শহরে তার অবদান অপরিসীম। তাই বিশিষ্ট ব্যক্তিত্বকে আমরা আমাদের নিজস্ব ভবনে স্মরণ করলাম। মাত্র কয়দিন আগে আমাদের নতুন কমিটি তৈরি হয়েছে। এই বিশিষ্ট জনের স্মরণ সভার মধ্যে দিয়েই আমরা আমাদের নতুন কমিটির পথ চলা শুরু করলাম। এই বিষয়ে ক্লাব সভাপতি শংকর দাস বলেন শিশির বাবু শুধু সাংবাদিক নন তিনি সমাজ কর্মীও বটে সমাজের জন্য তার অবদান ভোলা যাবে না।