Type Here to Get Search Results !

‘ফিজা’ সিনেমায় হৃত্বিক রোশনের নায়িকা, তিনি এখন কি করছেন শুনলে অবাক হবেন



আপনার নিউজ:-  গ্লামারের জগৎ বলিউড কত অভিনেতা অভিনেত্রী আসেন আবার সময়ের সাথে তারা হারিয়ে যান। বর্তমানে বলিউডে তারকা সন্তানদের দাপাদাপিতে সাধারণ অভিনেতা অভিনেত্রীদের সুযোগ কেমন ভাবে আর নেই। অভিনয়শৈলী থাকুক বা না থাকুক বলিউডের তারকা সন্তানরা ঠিক কোন না কোন সিনেমায় সুযোগ পেয়েই যান। অন্য প্রান্তে ভালো অভিনয় যারা ব্যক্তিত্বরা জীবন পাত করে দিলেও বলিউডে তাদের সুযোগ হয় না। যদিও এর অন্য দিকো রয়েছে। আজেবাজে কিছু অখ্যাত অভিনেতা কিংবা অভিনেত্রী সিনেমার মাধ্যমে তাদের খ্যাতি অর্জন করে থাকেন তবে তা ক্ষণস্থায়ী আজ আমরা এমনই এক অভিনেত্রী কথা আপনাদের সামনে তুলে ধরব।

আরও পড়ুনঃ মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের সম্পর্কে বিচ্ছেদে পেছনে রয়েছে এই অভিনেত্রী! নাম শুনলে অবাক হবেন

এমনই এক অভিনেত্রী হলেন অভিনেত্রী হলেন শাবানা রাজা (Shabana Raza)। চলুন আজকে জেনে নিই ফিজা (Fiza) ছবিতে হৃতিক রোশন (Hrithik Roshan) -র নায়িকা কেন হঠাৎ অভিনয় ছেড়ে দিলেন। অভিনয় ছেড়ে তিনি এখন কী করছেন এবং কেমন আছেন।

আসলে খুব কম সংখ্যক সিনেমায় অভিনয় করার পর খুব একটা ভালো সিনেমার অফার পাচ্ছিলেন না তিনি। ফিজা এবং কবীর সিনেমার পর বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ীর সঙ্গে আলাপ হয় শাবানার। তখন বন্ধুত্ব থেকে তাদের মধ্যে শুরু হয় প্রেম। তারা টানা আট বছর প্রেম করার পর বিয়ে করেছিলেন। ২০০৬ সালে তাদের এই সম্পর্ক পূর্ণতা পায় বর্তমানে মনোজ এবং শাবানার ঘরে এক কন্যা সন্তান রয়েছে। সন্তান জন্ম দেওয়ার পরেই এই অভিনেত্রী আর বলিউডের গ্ল্যামারের দিকে ফিরে তাকাননি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side