Type Here to Get Search Results !

মালদা জেলা পরিষদ দখল করল তৃণমূল, সভাধিপতি পদে বসলেন লিপিকা বর্মন ঘোষ


মালদা;তনুজ জৈন;১৬আগস্ট:
মালদা জেলা পরিষদ দখল করল তৃণমূল।মালদা জেলা পরিষদের সভাধিপতি পদে বসলেন লিপিকা বর্মন ঘোষ। তিনি গত পাঁচ বছর ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি  ছিলেন। সহকারি সভাধিপতি হলেন এটিএম রফিকুল হোসেন। তিনি ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি।

Click here For 30k 

৪৩ আসন বিশিষ্ট মালদা জেলা পরিষদ।৩৪ টি আসনে জয়ী তৃণমূল। পাঁচটি আসন পেয়েছে কংগ্রেস এবং বিজেপি দখল করেছে চারটি আসন।মালদা জেলা পরিষদের সভাকক্ষে সভাধিপতি ও সহকারী সভাধিপতি গঠন প্রক্রিয়া শুরু হয়। ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হয় সভাধিপতি। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) জামিল ফতেমা জেবা সহ অন্যান্য আধিকারিকরা।এদিন মালদা জেলা পরিষদের সভাধিপতি গঠনকে কেন্দ্র করে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।নতুন সভাধিপতি এবং সহকারী সভাধিপতি সভাকক্ষ থেকে বের হতেই তাদের নিয়ে উচ্ছাসে মাতেন তৃণমূল কর্মী সমর্থকরা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side