ট্যুরিস্ট পুলিশ প্রধানের মেহেরপুর জেলায় আগমন
বাংলাদেশ:- অদ্য ২৭/০৮/২০২৩ খ্রিঃ জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত আইজিপি ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ মহোদয় মেহেরপুর জেলায় আগমন করেন। জেলা পুলিশের পক্ষ থেকে মেহেরপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা মহোদয় তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মহোদয় মেহেরপুর জেলার মুজিবনগর থানাধীন রতনপুরে অবস্থিত ট্যুরিস্ট পুলিশ, মেহেরপুর জোন অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ট্যুরিস্ট পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের পর্যটন এলাকার সার্বিক আইন-শৃংখলা বজায় রাখাসহ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন, মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এবং স্বাধীনতা সড়ক পরিদর্শন করেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা মহোদয়, ট্যুরিস্ট পুলিশ খুলনা জোনের পুলিশ সুপার জনাব মোঃ আনছার উদ্দিন এবং মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ কামরুল আহসান মহোদয়।