রাতের আঁধারে চিতাবাঘ ছিঁড়ে নিয়ে গেল বৃদ্ধার মুন্ডু, ঘটনায় চাঞ্চল্য জটেশ্বরে
আগস্ট ২৮, ২০২৩
0
ডেক্স রিপোর্ট:- এ এক গল্প কাহিনীর মত ঘটনা , রাতে খাওয়ার শেষে বাড়ির বাইরে হাত ধুতে গিয়ে চিতা বাঘের হাতে প্রাণ গেল এক বৃদ্ধার। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অতীত পাড়ায়। তবে ডুয়ার্সে বাঘের হামলা এই প্রথম নয়, এর আগেও বহুবার রাতের আঁধারে চিতা বাঘ হামলা করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনা সূত্রপাত গতকাল রাত্রে, বৃদ্ধার পরিবারের কথা অনুযায়ী রাত্রে খাওয়ার শেষে বৃদ্ধা বাইরের কলে হাত ধুতে যায়, হঠাৎই সেখানে কিছু আওয়াজ শুনতে পান বৃদ্ধার পরিবারে লোকেরা। বাইরে বেরিয়ে তারা লক্ষ্য করে কল পাড়ে বাঘের পায়ের চিহ্ন। তারপরে বৃদ্ধার খোঁজ শুরু করে পরিবারের লোকজন তবে সেই সময় বৃদ্ধার কোন খোঁজ পাননি তারা। বাঘের পায়ের ছাপ দেখেই পরিবারের লোক সন্দেহ করে বৃদ্ধাকে বাঘ নিয়ে গেছেন এরপরে পুলিশকে খবর দিলে আজ সকালে দলগাঁও জঙ্গলে বৃদ্ধা কাঁটা মুন্ডু উদ্ধার হয়।ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়েছে জটেশ্বরে।
Tags