১০০ বার বিয়ে করেছিলেন মাত্র ৩০ বছরে,কে জানেন?
আগস্ট ৩১, ২০২৩
0
ডেক্স রিপোর্ট:- বর্তমান সময় মানুষ একটা বিয়ে করেই সংসার জীবন চালাতে ব্যস্ত হয়ে যান। ভারতের বাইরে এমন কিছু দেশ রয়েছে, যেখানকার মানুষ তো বিয়ে করতেই চান না। কিন্তু আজকে আমরা এমন একজনের কথা আপনার সামনে তুলে ধরব, যিনি মাত্র ৩০ বছরে বিয়ে করেছিলেন ১০০ বার। অবাক হচ্ছেন, হওয়ারই কথা...
আমেরিকার এই যুবক তার জীবনের প্রথম কুড়ি বছর বয়সেই তিনটি বিয়ে করেন। এই ব্যক্তির কাছে বিয়ে করাটা আসলে একটা নেশার মতো, শুনলে অবাক হবেন তার কোন স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়নি। ১০০ টি বিয়ে করে তিনি বিশ্ব রেকর্ডও করেছেন।
এই ব্যক্তির নাম জিওভান্নি ভিগলিওত্তো (Giovanni Vigliotto)।ভুয়ো পরিচয় ব্যবহার করে একের পর এক বিয়ে করে যেতেন। ধরা পড়ার ভয়, এক জায়গায় থাকতেনও না বেশিদিন। মার্কিন প্রদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াতে হত তাঁকে। কখনও অন্য দেশেও যেতে হত। কিন্তু কতদিন আর এভাবে কাটানো যায়। ধরাও পড়লেন এরপরই। তাঁর বিরুদ্ধে মূলত জালিয়াতির অভিযোগ এনেছিলেন অনেকেই। বিশেষত তাঁর বিবাহিত স্ত্রী দের অনেকেই আসল সত্যি জানার পর রীতিমতো চটে যান। জানা যায়, কোনও মহিলাকে পছন্দ হলেই নানা অছিলায় তাঁকে বিয়ের প্রস্তাব দিতেন জিওভান্নি।
তবে শেষমেষ তার বিরুদ্ধে একাধিক জালিয়াতি মামলা করেন তার স্ত্রীরা। পরবর্তী সময়ে আইনের আওতায় তাকে নিয়ে আসা হয় এবং বিচারক তাকে ৩০ বছরের জেল এবং আর্থিক জরিমান করেন।
Tags