Type Here to Get Search Results !

পশ্চিমবঙ্গে বন্ধ হতে চলেছে ৮ হাজার স্কুল,কারণ শুনলে চমকে যাবেন


আপনার নিউজ:-
পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেরবার রাজ্যসরকার। টাকার বিনিময় অযোগ্য ব্যক্তিদের চাকরি দেয়া হয়েছে বলেই দীর্ঘ অভিযোগ রয়েছে যোগ্য প্রার্থীদের। এরই মধ্যে সরকারি এক পরিসংখ্যান দেখে অবাক সবাই। রাজ্যের প্রায় ৮ হাজার স্কুল বন্ধ হওয়ার মুখে। 

ক্রমশ এইসব সরকারি স্কুলগুলোতে পড়ুয়াদের অভাব দেখা দিচ্ছে, এমন কিছু স্কুল রয়েছে যেখানে পড়ুয়া সংখ্যা মেরেকেটে ১ থেকে ২ জন।অবাক হচ্ছেন, এই তথ্য আমাদের নয় রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের পরিসংখ্যান বলছে এই তথ্য। সরকারি রিপোর্ট অনুযায়ী এমন তথ্য উঠে এসেছে। আর এই তালিকায় প্রথমে রয়েছে কলকাতার একাধিক স্কুল। পাল্লা দিয়ে রয়েছে জেলার স্কুলগুলিও। প্রাক প্রাথমিক, প্রাথমিক, এমনকি মাধ্যমিক স্তরের স্কুল রয়েছে এই তালিকায়। এরমধ্যে পড়ুয়া নেই ২২৬টি স্কুলে। কোন স্কুলে পড়ুয়ার সংখ্যা মাত্র ৫০। রিপোর্ট প্রকাশ হতেই হতবাক সকলে। তবে এই তথ্য সামনে আসার পর প্রশ্ন উঠছে, সত্যি কি বন্ধ হয়ে যাবে এতগুলি স্কুল?

ক্রমাগত সরকারি স্কুলের গুণগতমান কমে যাওয়ার ফলে সাধারণ অভিভাবকেরা সরকারি স্কুলগুলোর উপরে বিশ্বাস রাখতে পারছেন না। এরই মধ্যে রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতির একটা প্রভাব পড়েছে বলে মনে করছে শিক্ষামহল। তবে এর মধ্যে রাজ্য সরকার এই বিষয় নিয়ে তৎপর হয়েছে। তবে যদি এই স্কুলগুলো বন্ধ হয়ে যায় তবে ভবিষ্যতে রাজ্যে শিক্ষা ব্যবস্থায় কাল অন্ধকার নেমে আসবে বলে মনে করছেন শিক্ষাবিদরা। 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side