Type Here to Get Search Results !

সানি লিওন: সানি লিওনের বিএফ, (বয়ফ্রেন্ড) এর সম্পর্কে কতটা জানেন আপনি


আপনার নিউজ:- 
করেনজিত কৌর ভোহরা অর্থাৎ  সানি লিওন, এক সময়কার নীল সিনেমা জগতের  জগতের মধ্যমণি ছিলেন তিনি। তবে বর্তমানে এইসবে ইতি টেন বলিউডে চুটিয়ে সিনেমা এবং মিউজিক ভিডিও করছেন। ৪০ অধিক্রান্ত এই অভিনেত্রীকে নিয়ে দর্শক এবং ফ্যানেদের উৎসাহে ভাটা পড়ে নি এখনও। বর্তমানে তিনি দুই পুত্র সন্তান এবং এক কন্যা সন্তানকে নিয়ে শান্তির সংসার করছেন। তবে শুরুটা এত ভাল ছিল না। এক সময়কার নীল সিনেমা জগতের পার্টনার ড্যানিয়েল ওয়েবার কে ২০১১ সালে বিবাহ করেন এই সাবেক পর্ণোগ্রাফিক অভিনেত্রী। 



সানি লিওনের বিএফ

এই প্রতিবেদনে সানি লিওনের বিএফ অর্থাৎ বয়ফ্রেন্ড এবং বর্তমানের স্বামী ড্যানিয়েল ওয়েবার কে নিয়ে কিছু অজানা তথ্য তুলে ধরা হল.....

একসময় পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় পর্ন দুনিয়ায় পা রাখেন সানি লিওন। তারপর ভেগাসের এক ক্লাবে পরিচয় হয় ড্যানিয়েলের সঙ্গে। ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তবে মাঝে মাঝে অস্বস্তি হতো ড্যানিয়েলের। সানি নিজেই জানিয়েছেন সে কথা। ‘হিউম্যানস অফ বম্বে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সানি জানিয়েছেন, “অন্য পুরুষের সঙ্গে অ্যাডাল্ট ছবিতে অভিনয় করতে দেখে ড্যানিয়েলের সমস্যা হতো। সেই জন্যই ও সিদ্ধান্ত নেয় এই জগতে আসার।”


কিন্তু সানি আর ড্যানিয়েলের প্রেমটা কীভাবে শুরু হয়েছিল জানেন?


সানি বলেছেন, “আমাদের প্রেমটা মোটেও ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ ছিল না। ভেগাসের একটা ক্লাবে আমাদের আলাপ হয়েছিল। তারপর আস্তে আস্তে সম্পর্ক গাঢ় হয়। প্রথমবার ডেটে যেতেও দেরি করেছিলাম আমি। তবে ড্যানিয়েল কিন্তু আমার জন্য বহুক্ষণ অপেক্ষা করেছিল। একটুও না রেগে। শান্ত ভাবে। আর ওই ফার্স্ট ডেটটা ছিল আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। তিন ঘণ্টা নাগাড়ে বকবক করেছিলাম আমরা। মনে হচ্ছিল রেস্টুরেন্টের চারপাশে কেউ। শুধু আমরা দু’জন আছি।”


এরপর ড্যানিয়েল প্রপোজ করেন সানিকে। সানি বলেন, “ড্যানিয়েল যেভাবে আমায় প্রপোজ করেছিল সেটা ছিল স্বপ্নের মতো। এখনও ভাবলে মনে হয় এই তো কালকের ঘটনা। আমার আজও মনে আছে একটা আংটি রাখার জন্য বাক্স খুঁজছিলাম আমি। আচমকাই মেহগনি কাঠের ডিজাইন করা একটা বাক্স আমায় দেয়। ভীষণ আনন্দ পেয়েছিলাম আমি। তারপর খুব ক্যাজুয়াল ভাবেই ড্যানিয়েল আমায় বলে তোমার জন্য আরও একটা আংটি রয়েছে আমার কাছে। এটাই ছিল আমাদের প্রপোজ পর্ব।”

আপাতত সানি-ড্যানিয়েলের বিয়ের বয়স ৭ বছর। ২০১৭ সালে মহারাষ্ট্রের লাতুরের এক অনাথ আশ্রম থেকে ২ বছর বয়সে নিশা নামের একটি মেয়েকে দত্তক নিয়েছিলেন তাঁরা। এরপর চলতি বছরের মার্চ মাসে স্যারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হয়েছেন সানি। নাম রেখেছেন নোয়াহ এবং অ্যাশের।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side