Type Here to Get Search Results !

Malda: ভুয়ো দলিল ব্যবহার করে জমি দখলের অভিযোগ অঞ্চল তৃণমূল সভাপতির বিরুদ্ধে।

এবার জমি দখলে নাম জড়ালো তৃণমূল নেতার, ভুয়ো দলিল ব্যবহার করে জমি দখলের অভিযোগ অঞ্চল তৃণমূল সভাপতির বিরুদ্ধে, পাল্টা তার জমি দখলের দাবী অঞ্চল তৃণমূল সভাপতির, প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা, খোঁচা বিজেপির।



মালদা;তনুজ জৈন;১৯ফেব্রুয়ারী: ফের প্রকাশ্যে জমি মাফিয়াদের দৌরাত্ম।জমি দখলে নাম জড়ালো তৃণমূল নেতার। ভুয়ো দলিল ব্যবহার করে জমি দখলের অভিযোগ অঞ্চল তৃণমূল সভাপতির বিরুদ্ধে।যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা তার জমি দখলের দাবি অঞ্চল তৃণমূল সভাপতির।খোদ তৃণমূল নেতার অভিযোগ রেজিস্ট্রি অফিসে কিছু দালালের জন্য তার জমি উদ্দেশ্য প্রণীতভাবে জাল দলিল তৈরি করে দখল করার চেষ্টা করছে দাবী করছে অন্যজন। প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা? সমগ্র ঘটনা সামনে আসতে তৃণমূলকে আক্রমণ বিজেপির।

হরিশ্চন্দ্রপুর সদর এলাকার একটি জমির দখলদারি নিয়ে নাম জড়িয়ে গেল শাসকদলের অঞ্চল সভাপতির। অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের শাসকদলের অঞ্চল সভাপতি সামিরুল ইসলামের বিরুদ্ধে। যদিও সামিরুল তা বিরুদ্ধে উঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছেন। তিনি বলেন,ওই জমি আইনত ভাবেই রেজিস্ট্রি এবং রেকর্ড করিয়েছেন। তার নামে জমি রয়েছে। এলাকার কিছু দালাল তার জমি উদ্দেশ্য প্রণীতভাবে জাল দলিল তৈরি করে দখল করার চেষ্টা করছে। এই নিয়ে তিনি ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ করে ছিলেন সেখান থেকে তাকে ওই জমি দখলের বৈধ কাগজপত্র প্রদান করা হয়েছে। অন্যদিকে অভিযোগকারী মঙ্গল দাস এবং মোশরেফা বিবির বক্তব্য তারা দু'বছর আগে স্থানীয় বাসিন্দা সোনালী রায়ের কাছ থেকে জমিটি ক্রয় করে ছিলেন। তার জন্য টাকাও প্রদান করে ছিলেন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে শাসকদলের অঞ্চল সভাপতি সামিরুল এবং তার দলবল ওই জমি দখল করার চেষ্টা করছে। এই নিয়ে তারা থানা, মহকুমা শাসক ও জেলায় একাধিক আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছেন। এখন সামিরুল এবং তার দলবল তাঁদের প্রাণ নাস করার হুমকি দিচ্ছেন। গায়ের জোরে জমি দখল করতে চাইছেন। দুই পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গোটা ঘটনা সামনে আসতেই তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side