মালদা;তনুজ জৈন;২৭ফেব্রুয়ারী: নিজেরই এলাকায় রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মূর্তি ভাঙলো দুষ্কৃতীরা। ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন মন্ত্রীর মূর্তি ভাঙার এই ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য।নিন্দায় সরব সকল রাজনৈতিক দল। দুষ্কৃতীরা থাকে তৃণমূলের ছত্রছায়ায়। এলাকায় সন্ধ্যার পর মদ্যপদের দৌরাত্ম বাড়ে অভিযোগ বাম এবং বিজেপির। যারা করেছে শাস্তি হওয়া প্রয়োজন দাবি তৃণমূলের। ঘটনাস্থলে পুলিশ। হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী বীরেন্দ্র কুমার মৈত্র ওরফে বিশু মৈত্র। এলাকার প্রত্যেকের কাছে যিনি শ্রদ্ধেয় নিজের কাজের জন্য। দীর্ঘদিন বিধায়ক এবং মন্ত্রী থাকলেও কখনো দুর্নীতি বা বিতর্কে নাম আসেনি। বহু কাজ করেছেন এলাকার জন্য। বর্তমান তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন থেকে শুরু করে ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন প্রত্যেকেই বিশু বাবুর শিষ্য ছিলেন একদা। যারা পরবর্তীতে ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে আসেন।
হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় বাসস্ট্যান্ড এর পাশে একটি মূর্তি রয়েছে বিশু বাবুর। রাতের অন্ধকারে সেই মূর্তি ভাঙ্গার অভিযোগ। যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের হিন্দীভাসি সেলের নেতা বিনোদ গুপ্তা এই ঘটনা দেখতে পেয়ে তীব্র নিন্দা করেন। ঘটনার সঙ্গে যারা জড়িত শাস্তির দাবি তোলেন। সিপিএমের অভিযোগ যারা জড়িত তারা নির্দিষ্ট রাজনৈতিক দলের ছত্রছায়া তে আছে। দুষ্কৃতীদের কারা জায়গা দেয় সেটা সকলে জানে। অন্যদিকে বিজেপির মতে এটা হরিশ্চন্দ্রপুরের মানুষের কাছে কালাদিন। চারিদিকে এত সিসিটিভি। পুলিশ বের করুক। ঘটনাস্থলে পৌঁছেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ।