মালদ;তনুজ জৈন;১৫ফেব্রুয়ারি: ঠিকাদারি করছেন সিভিক ভলেন্টিয়ার। আবার তিনি তৃণমূলের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত। নিম্নমানের কাজের অভিযোগ নিয়ে প্রতিবাদ করতে গ্রামবাসীদেরকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি।নিম্নমানের কাজের অভিযোগ তুলে নিকাশিনালার নির্মান কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। ঠিকাদারকে ফোন করে অভিযোগ জানালে পুলিসের ভয় দেখানোর অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। যদিও ঠিকাদার বিজয় ভট্টাচার্যকে ফোনে যোগাযোগ করা হলে ফোন ধরেননি।এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ পুলিশ থেকে সিভিক সবাই তৃণমূলের। এরা দুর্নীতি করবে। মানুষ প্রতিবাদ করলেই হুমকি দিবে। যদিও তৃণমূলের দাবী এর মধ্যে রাজনীতি নেই। নিম্নমানের কাজ হলে পদক্ষেপ নেওয়া হবে।
শনিবার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রানিপুরা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত সমিতি থেকে প্রায় তিন লক্ষ টাকা বরাদ্দে রানিপুরা গ্রামে ৭০ মিটার নিকাশি নালার কাজ শুরু হয়েছে। অভিযোগ, ঠিকাদার সরকারি সিডিউল কে বুড়ো আঙুল দেখিয়ে নিম্নমানের কাজ করছেন। যে পরিমাণ সিমেন্ট,বালি ও পাথর দেওয়ার প্রয়োজন, তার থেকে কম দেওয়া হচ্ছে। নিকাশি নালার প্লেট তিন ইঞ্চি করার কথা। মাত্র দেড় ইঞ্চি করা হচ্ছে। পরিমাণে কম ও নিম্নমানের রড দিয়ে প্লেট ঢালাই করা হচ্ছে। প্লেটগুলো যে কোন সময় ভেঙ্গে দুর্ঘটনা ঘটতে পারে।