Type Here to Get Search Results !

Breast milk: স্বামী শক্তিশালী নিয়মিত স্ত্রীর স্তন্যপান করে! কারণ জানলে অবাক হবেন আপনি

বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও। 

আপনার নিউজ ডেক্স:- স্বামী স্তন্যপান করছেন! ভাবছেন, এ আবার কেমন কাণ্ড! এমনই ঘটছে সুদূর নর্থ আমেরিকায়। যেখানে এক কৃষাঙ্গ পরিবারে নিয়মিত ঘটে চলেছে এমন ঘটনা। তবে ব্যাপারটা শুনে অবাক লাগলেও, এর নেপথ্যে রয়েছে এক মন গলে যাওয়ার মতো গল্প।

রাচেল ও আলেকজান্ডার। দুই মেয়ে ও এক ছেলে নিয়ে তাঁদের সুখের সংসার। তবে ধীরে ধীরে সন্তানরা বড় হয়েছে। দুই মেয়ের বয়স ১১ ও ১২, ছেলের বয়স ৯। সন্তানদের স্তনপান করা বয়স গিয়েছে। কিন্তু রাচেলের এমনই শারীরীক গঠন যে এখনও স্তনে দুধের উৎপাদন বেড়েই চলেছে। ডাক্তার দেখিয়েও কিছুতেই কমছে না এই সমস্যা। রাচেল জানিয়েছেন, ”একবার ঘুরতে গিয়ে হঠাৎই আমার স্তনে ব্যথা শুরু হয়। বুঝতেই পারছিলাম না কী করব। দেখছিলাম স্তন থেকে অনবরত দুধ বেরিয়ে যাচ্ছিল। উপায় না পেয়ে আমার স্বামী স্তন্যপান করতে শুরু করে। তারপর বেশ স্বস্তি পাই। তবে মাঝে মধ্যেই সমস্যায় পরছিলাম। অবশেষে দুজনেই ফন্দি করলাম। এখন এমন সমস্যা হওয়ার আগেই আমার স্বামী স্তন্যপান করেন। আগের থেকে আমি বেশ ভালো আছি।”
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side