আরজিকর কান্ডে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসির জামিন, রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট, সিবিআই এর বিরুদ্ধে তদন্তে গাঢিলেমি এবং কেন্দ্র রাজ্য আঁতাতের অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ ডিওয়াইএফআইয়ের, পাল্টা আক্রমণে তৃণমূল, সব নাটক খোঁচা বিজেপির।
মালদা;তনুজ জৈন;১৭ডিসেম্বর: আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসির জামিন।সিবিআই এর বিরুদ্ধে তদন্তে গা ঢিলেমি, রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট এবং কেন্দ্র রাজ্য আতাতের অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ডিওয়াইএফআইএর। মুখ্যমন্ত্রীর কুশপত্তলিকা দাহ। অন্যদিকে রাজ্য সিপিএম বিজেপিকে অক্সিজেন দিচ্ছে পাল্টা সিপএমকে আক্রমণ তৃণমূলের। অপরদিকে বিজেপির দাবি তথ্য প্রমাণ লোপাটকারীদের সাথ দিয়ে সিবিআই এর বিরোধিতা করে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানোর নাটক করছে সিপিএম। সমগ্র ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসিহাটার ভবানীপুর এলাকায় ৩১ নং জাতীয় সড়কের সিপিএমের যুব সংগঠনের এই কর্মসূচিকে কেন্দ্র করে যত উত্তেজনা ছড়ায়। বাম যুবদের অভিযোগ আরজিকরে চিকিৎসক খুন এবং ধর্ষণের মত ঘৃণ্য ঘটনায় ষড়যন্ত্র এবং তথ্য প্রমান লোপাটকারীদের মূল মাথা সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি জামিন পেয়ে গেল। সিবিআই চার্জসিট দিতে পারল না। এক দিকে রাজ্য সরকার এবং প্রশাসন তথ্য প্রমান লোপাট করেছে। অন্যদিকে সিবিআই সঠিক তদন্ত করছে না।রাজ্যের তৃণমূল এবং কেন্দ্রের বিজেপি সরকার আতাত করে ঘটনা ধামাচাপা দিচ্ছে।এর প্রতিবাদেই জাতীয় সড়ক অবরোধ করে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতৃত্বের দাবি মমতা ব্যানার্জি শুধু তৃণমূল নেত্রী নন। তিনি রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী। সিপিএম মহিলাদের সম্মান দিতে জানে না। কেন্দ্রে ইন্ডিয়া জোটে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছে। আবার এখানে বিজেপি কে অক্সিজেন দিচ্ছে। অন্যদিকে বিজেপির পাল্টা সিপিএম প্রথম থেকেই রাজ্য-জুড়ে গড়ে ওঠা মানুষের আন্দোলনকে নষ্ট করেছে। তথ্য প্রমাণ লোপাট হয়েছে তাই সিবিআই সঠিক পথে তদন্ত করছে। সিপিএম এইসব আন্দোলনের নাম করে নাটক করছে।