Type Here to Get Search Results !

গণি খানের থেকে বেশি উন্নয়ন করেছেন তাজমুল হোসেন! রাস্তার শিলান্যাসে বিতর্কিত মন্তব্য তৃণমূলের পঞ্চায়েত সমিতির বিরোধী দল-নেতার।

বিধানসভা ভোটের আগে এলাকাবাসীকে মন্ত্রীর উপহার, অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তার শিলান্যাস দুই কোটি অর্থ বরাদ্দে, অনুষ্ঠান মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য তৃণমূলের পঞ্চায়েত সমিতির বিরোধী দল-নেতার, গণি খানের থেকে বেশি উন্নয়ন করেছেন তাজমুল হোসেন বলে দাবি, মুখ্যমন্ত্রী মমতা স্বয়ং জেলায় এসে বরকত দাকে স্মরণ করেন বলে পাল্টা তৃণমূলকে কড়া ভাষায় খোঁচা কংগ্রেসের, তুঙ্গে তরজা।

মালদা: এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। মাঝে সংস্কার হলেও ফের বেহাল দশা হয়ে পড়ে ছিল। এলাকার মানুষের দাবি ছিল রাস্তা নিয়ে। বিধানসভা ভোটের আগে এলাকাবাসীকে উপহার দিলেন মন্ত্রী।দুই কোটি এগারো লক্ষ টাকা অর্থ ব্যয়ে রাস্তা নির্মাণের শিলান্যাস। যদিও সেই শিলান্যাস অনুষ্ঠানে থেকে গেল বিতর্ক। উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে গণি খান চৌধুরীর সঙ্গে তুলনা স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রীকে। এমনকি তার থেকেও বেশি উন্নয়ন করেছেন বলে দাবি করলেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা। যা নিয়ে কটাক্ষ কংগ্রেসের। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় গোপাল কেডিয়া মোড় থেকে গোলামোড় পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা নির্মাণের শিলান্যাস হয় এদিন দুই কোটি এগারো লক্ষ টাকা অর্থবরাদ্দে। শিলান্যাস অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা স্বপন আলী, ব্লক যুব তৃণমূল সভাপতি পূজন দাস, ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাস প্রমুখ। এই রাস্তা এলাকার গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম। হাসপাতাল থেকে শুরু করে একাধিক সরকারি দপ্তরে যাওয়ার রাস্তা।এই রাস্তা সংস্কার হোক দাবি ছিল এলাকায়। সেই দাবি মেনে এলাকাবাসীকে এই উপহার দিলেন স্থানীয় বিধায়ক তাজমুল হোসেন। যদিও পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা স্বপন আলীর মন্তব্য কে কেন্দ্র করে তৈরি হলো বিতর্ক। তিনি মঞ্চ থেকে দাবি করেন গনি খানের থেকে বেশি উন্নয়ন করেছেন তাজমুল হোসেন। এমনকি তিনি বলেন কলেজ করার প্রতিশ্রুতি দিয়ে গণিখান মিথ্যাচার করে ছিলেন। অন্যদিকে যেখানে গনি খান চৌধুরীকে দল মত নির্বিশেষে সকলে মালদার রূপকার মানে। মুখ্যমন্ত্রী মমতা স্বয়ং জেলায় এসে বরকত দাকে স্মরণ করেন। সেখানে তৃণমূল নেতার এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া কংগ্রেসের। অন্যদিকে মন্ত্রীর দাবি রাজ্য সরকারের উন্নয়নের সঙ্গে কারোর তুলনা আসে না। সেটাই উনি বলতে চেয়ে ছিলেন। যদিও সংবাদ মাধ্যমের সামনে নিজের বক্তব্য নিয়ে অনড় স্বপন আলী।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side