Type Here to Get Search Results !

শীত বাড়তেই মালদার হরিশ্চন্দ্রপুরে বাড়ছে শিয়ালের আতঙ্ক,শিয়ালের আক্রমণে আহত হয়েছে ১১


মালদা;সানু ইসলাম:- ফের শিয়ালের আতঙ্ক।দিন যতই যাচ্ছে শীত ততই বাড়ছে।শীত বাড়তেই হরিশ্চন্দ্রপুর এলাকায় শিয়ালের সংখ্যা ব্যাপক হারে বাড়তে শুরু করেছে।খাদ্যের খোঁজে লোকালয়ে এসে পড়ছে শেয়াল।গ্রামের অলি গলিতে ঘুরে বেড়াচ্ছে।এর জন্যই একের পর এক শিয়ালের আক্রমণের খবর আসছে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকা থেকে।চলতি সপ্তাহে হরিশ্চন্দ্রপুরে দুই প্রান্তে শিয়ালের আক্রমণে আহত হয়েছেন প্রায় ১১ জন।এর মধ্যে দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের মাটিয়ারীতে প্রায় ৮ জন অন্যদিকে মশালদহের কাননপাড়া এলাকার তিনজন শেয়ালের হানায় আক্রান্ত হন।এদিন ঘটনার খবর পেয়ে এই দুই এলাকায় আহতদের সঙ্গে দেখা করেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন।দেখা করে তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খুব আতঙ্কে আছি আমরা।এখন মাঠে কাজ অনেক বাড়ি থেকে বের হতে ভয় লাগছে।গ্রামের অনেক কামড়েছে শিয়াল। তারা এখন অসুস্থ।আজকে মন্ত্রী এসেছিলেন এবং আমাদের বললেন তিনি বনদপ্তরের সঙ্গে কথা বলবেন।

প্রতিমন্ত্রি তাজমূল হোসেন বলেন, শিয়ালের কামড়ে কয়েকজন আহত হয়েছিল তাদের বাড়িতে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দিলাম।এলাকায় প্রতিবারের মতো এবারও শিয়ালের সংখ্যা বেড়েছে।আমি অবিলম্বে বনদপ্তরের সঙ্গে কথা বলব যাতে নজরদারি বাড়ানো যায়।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side