সুশোভন সিংহ; হরিরামপুর:- অপহরণ মামলার তদন্তে বড় সাফল্য পেল হরিরামপুর থানার পুলিশ। চলতি মাসের ২ তারিখে নির্দিষ্ট একটি মামলার ভিত্তিতে (মামলা নং 237/24) জয়ন্ত রায় এবং এনামুল শেখ কে গ্রেফতার করে হরিরামপুর থানা পুলিশ। আদালতের নির্দেশে অভিযুক্তদের ৩দিন পুলিশ রিমান্ড চলাকালীন এই মামলার তদন্তকারী অফিসার বৈদ্যনাথ বর্মন এবং তার টিম অভিযুক্তদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুসারে হরিরামপুর ব্লকের মুশন গ্রামে অভিযান চালায়। বৃহস্পতিবার সকালে এই অভিযানে পুলিশ একটি নীল রঙের টোটো এবং হালকা সবুজ রঙের একটি মোবাইল ফোন উদ্ধার করেছে।
ঘটনা উল্লেখ্য, কালিয়াগঞ্জ নিবাসী জনৈক এক ব্যক্তিকে অপহরণ সহ একাধিক অভিযোগে হরিরামপুর থানায় ০২/১২/২০২৪ এ একটি মামলা করা হয়। নির্দিষ্ট মামলার ভিত্তিতে তদন্ত নামের হরিরামপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, হরিরামপুর ব্লকের বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ খারুয়া গ্রাম থেকে জয়ন্ত রায় এবং এনামুল শেখ কে গ্রেফতার করা হয়। এর পাশাপাশি উদ্ধার করা হয় অপহরণ হওয়া কালীগঞ্জের ওই জনৈক ব্যক্তিকে। অভিযুক্তদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করলে মহামান্য আদালত ৩ দিনের পুলিশে রিমান্ড দেন।
বৃহস্পতিবারের অভিযানে পুলিশের দ্বারা উদ্ধারকৃত টোটো এবং মোবাইল ফোনকে হাতিয়ার করে এই মামলার তদন্তে অনেকটাই এগিয়ে গেল হরিরামপুর থানা পুলিশ বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে হরিরামপুর থানার আই.সি অভিষেক তালুকদার আমাদের টেলিফোন মারফত জানান,' অভিযুক্তদের জবানবন্দির ভিত্তিতে হরিরামপুরের মুশন গ্রাম থেকে টোটো এবং মোবাইল ফোন উদ্ধার এই মামলার জন্য বড় সাফল্য,'।