মালদা;তনুজ জৈন;১৩নভেম্বর: চলতি মাসের ৯ তারিখ প্রাতভ্রমণে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারায় তিন এলাকাবাসী। এই দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। তারপরেই এলাকার মঙ্গল কামনায় জাগ্রত মা রক্ষা কালীর পুজো এবং শান্তি যজ্ঞের আয়োজন।পুজোতে অংশগ্রহণ গ্রহণ করলেন থানার আইসি এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকরা।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটার কাবুয়া রোডে কাবুয়া শ্রী শ্রী রক্ষা কালী মাতার পূজো উপলক্ষে এদিন পূজা এবং শান্তি যজ্ঞের আয়োজন করা হয়। যজ্ঞে উপস্থিত ছিলেন ৫ জন পুরোহিত।পুজোতে উপস্থিত থেকে এলাকার মঙ্গল কামনা করলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার, হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন মন্ডল, হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের উন্নয়ন আধিকারিক তাপস কুমার পাল। পুজোর পরে শুরু হয় শান্তিযজ্ঞ।সন্ধ্যেবেলা অন্ন ভোগ বিতরণ করা হয় এলাকাবাসীর মধ্যে।প্রসঙ্গত এই রাস্তাতেই নয় তারিখ ভোরবেলা ঘটেছিল মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ হারিয়েছিল তিনজন। তারপরেই এই পূজোর আয়োজন।
স্থানীয় বাসিন্দা বিনোদ গুপ্তা বলেন,দুর্ঘটনার ফলে আমরা সকলে আতঙ্কিত ছিলাম। তাই সকলে যাতে ভালো থাকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। অনেক আধিকারিকরা পুষ্পাঞ্জলি দিয়ে সংকল্প করেছেন। এলাকার মানুষ সহযোগিতা করেছে।