মালদা;তনুজ জৈন;১৩নভেম্বর: ফের জমি মাফিয়াদের দৌরাত্ম।কোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও অসহায় বিধবা মহিলার জমি দখল করে নির্মাণ কার্যের চেষ্টা। তিন মেয়েকে নিয়ে বাধা দিতে গেলে আক্রান্ত মহিলা।ধুন্দুমার পরিস্থিতি। ব্যাপক উত্তেজনা এলাকায়। কোর্টের নির্দেশকে উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের মহিলার। জমি দখলের ঘটনা সামনে আসতেই তুঙ্গে রাজনৈতিক তরজা। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা মদত দিচ্ছে অভিযোগ তৃণমূলের। কংগ্রেস মাফিয়াদের পাশে থাকে না পাল্টা দাবি কংগ্রেসের। কংগ্রেস থেকেই তো তৃণমূলের উৎপত্তি খোঁচা বিজেপির।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় বারদুয়ারি যাওয়ার রাস্তার অভিমুখে পেট্রোল পাম্পের পাশে রয়েছে চার বিঘা জমি। স্থানীয় বাসিন্দা প্রেম লতা মন্ডলের সেই জমি। বহু বছর আগেই মারা গেছে স্বামী। বাড়িতে তিন মেয়েকে নিয়ে থাকেন প্রেমলতা দেবী। মেয়েদের ভবিষ্যতের জন্য এই জমি তার সম্বল। কিন্তু অভিযোগ মাদা রজক, বেচন, সূচন, দীল মোহাম্মদ, মনিরুল ইসলাম, সাদিকুল ইসলাম সহ বেশ কয়েকজন জমি মাফিয়া অন্যায় ভাবে সেই জমি দখল করে নেয়। নিজের জমি ফেরত পেতে আদালতের দ্বারস্থ হন প্রেমলতা মন্ডল। দীর্ঘদিন ধরে লড়ছেন সেই আইনি লড়াই।এখনো বিচারাধীন রয়েছে সেই মামলা। আদালতে নির্দেশ অনুযায়ী ওই জমিতে স্থগিতাদেশ রয়েছে। এদিন সেই নির্দেশকে অগ্রাহ্য করে অভিযুক্তরা নির্মাণ কার্য করার চেষ্টা করেন। নিজের জমি বাঁচাতে মেয়েদের নিয়ে সেখানে যান প্রেমলতা দেবী। সেখানে তাকে মারধরের অভিযোগ উঠে জমি মাফিয়াদের বিরুদ্ধে। পরবর্তীতে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে অভিযুক্তরা ক্যামেরার সামনে মেনে নিয়েছেন তারা নির্মাণ কার্য করবেন না। এদিকে এই ঘটনায় তৃণমূলের অভিযোগ পঞ্চায়েত সমিতি রয়েছে কংগ্রেস সিপিএম জোটের দখলে।যারা জমি দখল করছে তারা কংগ্রেস আশ্রিত দুষ্কৃতি। যদিও কংগ্রেসের দাবি তারা কোন মাফিয়ার পাশে থাকে না। বিজেপির অভিযোগ কংগ্রেস থেকে তৃণমূলের জন্ম। আর এদের জন্য একের পর এক জমি দখল হচ্ছে। সরকারি জমি হোক বা ব্যক্তিগত জমি। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।