মালদা;তনুজ জৈন;১৪নভেম্বর: কমিউনিটি হল নির্মাণ নিয়ে বিজেপি তৃণমূল সংঘর্ষ। তদন্তে আসা আধিকারিকদের সামনেই হাতাহাতি। রণক্ষেত্র পরিস্থিতি। বিজেপির অভিযোগ খেলার মাঠে কমিউনিটি হল নির্মাণ করে সেখানে ক্লাব ঘর বানানোর চেষ্টা করছে তৃণমূল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে আসেন পঞ্চায়েত এবং ব্লকের আধিকারিকরা। তৃণমূলের পাল্টা দাবি গ্রামবাসীর কথা তে কমিউনিটি হল নির্মাণ হচ্ছে। সেখানে বাধা দিচ্ছে বিজেপি। অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত পিপলায় একটি খেলার মাঠ রয়েছে। সেখানে পঞ্চায়েতের বরাদ্দকৃত ৭ লক্ষ টাকা অর্থ ব্যায়ে কমিউনিটি হল নির্মাণ করা হচ্ছে। স্থানীয় এক বিজেপি নেতা মনোজ দাস পঞ্চায়েতে লিখিত অভিযোগ করেন। তার অভিযোগ এখানে কমিউনিটি হল হলে খেলাধুলায় সমস্যা হবে। আর এখানে ক্লাব ঘর বানানোর চেষ্টা করছে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য মন্দিরা দাসের স্বামী যুব তৃণমূলের সভাপতি পূজন দাস। যদিও তৃণমূলের পাল্টা দাবি গ্রামবাসীর কথা মেনে এখানে কমিউনিটি হল হচ্ছে। যাতে গরিব মানুষদের কারোর বিয়ে থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান সেখানে করা যায়। এদিকে অভিযোগের ভিত্তিতে এদিন তদন্তে আসেন ব্লক এবং পঞ্চায়েতের আধিকারিকরা। সংঘর্ষের খবর পেয়ে ছুটে আসে হরিশচন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনে বিজেপি তৃণমূল উভয়পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ব্যাপক উত্তেজনা ছড়ায়। হাতাহাতির কথা মেনে নিয়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের দাবি দুই পক্ষের মধ্যে কথা হচ্ছিল হাতাহাতি হয় নি। আধিকারিকরা জানান উভয় পক্ষের মধ্যে বসে কথা এবং তদন্ত হয়েছে। গ্রামবাসীর মতামতের ভিত্তিতে এখানে কাজ হবে। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।