মালদা;তনুজ জৈন;২৬নভেম্বর: পোস্টার কান্ড নিয়ে ফের তোলপাড়। তৃণমূলের অঞ্চল সভাপতির সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবির পোস্টারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গদ্দার লেখা নিয়ে ক্ষুব্ধ গেরুয়া শিবির। রাস্তায় নেমে বিক্ষোভ। তৃণমূল ক্ষমা না চাইলে মানহানির মামলা করার হুঁশিয়ারি। যে বারবার বিজেপি এবং কংগ্রেস শিবির পরিবর্তন করেছে গদ্দার সেই নিজেই, এই ভাবেই মমতার দিকে কটাক্ষের তীর। পাল্টা নিজেদের অবস্থানে অনড় তৃণমূল।
প্রসঙ্গত মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় গত শনিবার একটি পোস্টার নিয়ে হৈচৈ পড়ে যায়।এলাকা জুড়ে তৃণমূল কর্মীদের একাংশ হরিশ্চন্দ্রপুর অঞ্চল তৃনমূলের সভাপতি সঞ্জীব গুপ্তার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি ছবির পোস্টার এলাকার বিভিন্ন দেওয়ালে সেটে দেয়। যে পোস্টারে লেখা ছিল "রাজ্যের গদ্দারের সঙ্গে হরিশ্চন্দ্রপুরের গদ্দার" "গদ্দার হটাও তৃণমূল বাঁচাও"। এই ঘটনায় সামনে এসে পড়ে শাসকদলের গোষ্ঠী দ্বন্দ্ব। ব্লক নেতৃত্ব সঞ্জীব গুপ্তার সঙ্গে শুভেন্দু অধিকারীর এই ছবি নিয়ে অসন্তোষ প্রকাশ করে। কিন্তু গেরুয়া শিবির তাদের নেতাকে গদ্দার বলা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ।এর প্রতিবাদে হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড়ে বিজেপি বিক্ষোভ কর্মসূচি করে। তাদের দাবি তৃণমূলকে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আদালতে তারা মানহানির মামলা করবে।সাথে তাদের কটাক্ষ হরিশ্চন্দ্রপুরের যে তৃণমূল নেতারা শুভেন্দু কে গদ্দার বলছে তারা দেখা করার সুযোগ পেলে সব থেকে আগে লাইন দেবে। সাথে অতীতে মমতার বারবার এনডিএ এবং ইউপিএ শিবির পরিবর্তন নিয়েও কটাক্ষ। যদিও তৃণমূল এই নিয়ে নিজেদের অবস্থানে অনড়। তৃণমূলের দাবী শুভেন্দু অধিকারী গদ্দার এবং মীরজাফর এটা সারা রাজ্য জানে। যে মমতা তাকে এত বড় জায়গায় নিয়ে গেছিল তার সঙ্গে বেইমানি করেছে। আর যার মান নেই তার কিসের আবার মানহানি। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।