মালদা;তনুজ জৈন;১৪নভেম্বর: প্রায় ৪ কোটি টাকা বরাদ্দে ৫ কিমি পিচের রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠল।অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো এলাকারমানুষ। বৃহস্পতিবার মালদহের চাঁচল ২ ব্লকের গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতের সুতি এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।নির্মাণ সামগ্রীর সঙ্গে অধিক পরিমাণে ধুস মাটি ব্যবহার করা অভিযোগ।এমনকি সিডিউল মেনে রাস্তার কাজ করছেনা ঠিকাদার সংস্থা।ঠিকাদারকে বিষয়টি জানালেও কর্ণপাত করেননি।তাই এদিন বিক্ষোভ করে রাস্তার কাজ বন্ধ করল গ্রামবাসীর। নিম্নমানের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীর।দুর্নীতির জন্যই নিম্নমানের সামগ্রী ব্যবহার ব্যবহার করে যত্রতত্রভাবে কাজ করা হচ্ছে বলে অভিযোগ।কার মদতে দুর্নীতি হচ্ছে সেই প্রশ্নই তুলছেন বাসিন্দারা।
জানা গিয়েছে গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতের সুতি থেকে কামারপুকুর পযর্ন্ত প্রায় ৫ কিমি রাস্তা পিচের পাকা করা হচ্ছে।রাজ্য সরকারের গ্রামীণ উন্নয়ন তহবিল থেকে কাজে বরাদ্দ হয়েছে প্রায় ৪ কোটি টাকা।প্রকল্পের কাজটি বাস্তবায়িত করার দায়িত্বতে রয়েছে মালদা জেলা পরিষদ।অভিযোগ,এইভাবে রাস্তা নির্মাণ করা হলে বেশিদিন টিকবেনা।বর্ষা আসলেই কাজের অংশ বৃষ্টির জলে ধুয়ে যাবে।আরও দুর্ভোগ বাড়বে এলাকাবাসীর।
বিভোক্ষকারী মাবুদ মিঞার অভিযোগ,দুর্নীতি করার জন্যেই ঠিকাদার মন মতো অনিয়মভাবে কাজ করছে।বিষয়টি নিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হব।আরেক বাসিন্দা ফিরোজ আলি বলেন,রাস্তা যেভাবে করা হচ্ছে না করলেই ভালো হত।কারণ এইভাবে কাজ হলে কয়েকদিন পর ফের একই অবস্থা হবে।আমরা চাই সিডিউল মেনে কাজ করা হোক।নইলে কাজ বন্ধ রাখা হবে।