সুশোভন সিংহ;হরিরামপুর:- দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম মোজাম্মেল হোসেন(২৩) বাড়ি হরিরামপুর থানার মঞ্চমপুরে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার আনুমানিক ১২:৩০ নাগাদ হরিরামপুর ব্লকের শিড়সি গ্রাম পঞ্চায়েত এলাকার গোপালপুর মোড় সংলগ্ন রাস্তায় একটি গরুকে বাঁচাতে গিয়ে এক বাইক আরোহীর দুর্ঘটনায় কবলে পড়ে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ রক্তাক্ত অবস্থায় হরিরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তবে কোন গাড়ির সাথে বাইক আরোহীর দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
![]() |
বিজ্ঞাপন |