সুশোভন সিংহ; বালুরঘাট:- লোকসভা ভোটের পর থেকে জেলা জুড়ে বিজেপি এবং বামফ্রন্ট ছেড়ে বহু পরিবার তৃণমূলে যোগদান করেছে। কুশমন্ডি ব্লকে তৃণমূলের ডাকে বিজয়া সম্মেলনের দিন বাম-বিজেপি থেকে প্রায় ৯০০ জন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে তৃণমূলে যোগদান করেছেন বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। এর ফলে জেলায় তৃণমূলের রাজনৈতিক শক্তি বৃদ্ধি হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে তৃণমূলের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী। তবে উল্লেখযোগ্য বিষয় হলো এদিন হরিরামপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে ৯০০ জন বিজেপি এবং বামফ্রন্ট ছেড়ে তৃণমূলে যোগদান করেন।যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন শিক্ষামন্ত্রী এবং ক্রেতা সুরক্ষা মন্ত্রী।
ঘটনার উল্লেখ্য, লোকসভা ভোটে সামান্য কিছু ভোটে বালুরঘাট লোকসভা আসন থেকে হেরে যায় তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। তৃণমূল দলের একাংশের অভিযোগ ছিল দলের আভ্যন্তরীণ সমস্যার জন্য হারতে হয়েছিল তৃণমূল প্রার্থীকে। যদিও জেলা তৃণমূল কংগ্রেস এই বিষয়টিকে আমল দেয়নি। লোকসভা ভোট পরবর্তী সময়ে জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস রাজনীতির ময়দানে। সাধারণ মানুষের নানান সমস্যার সমাধানে ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে তৃণমূল। কিছুদিন আগে জেলায় সৃষ্টি হয়েছিল বন্যা পরিস্থিতি, বিশেষ করে টাঙ্গন নদীর জল বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। যার ফলে প্লাবিত হয়েছিল বহু এলাকা। আর সেই সময় সাধারণ মানুষদের এই বিপদ থেকে উদ্ধার করতে এগিয়ে এসেছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। তবে সেই সময় দেখা যায়নি বিজেপির কোন প্রতিনিধিদের। এমনকি কেবলমাত্র সামাজিক মাধ্যমে পোস্ট করে দ্বায় এড়িয়েছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
এই যোগদানের বিষয় জেলার রাজনৈতিক মহলের একাংশে মত সাধারণ মানুষের বিপদের দিনে রাজ্য সরকার ও মন্ত্রী বিপ্লব মিত্র যেভাবে সাহায্য করেছে তার সুফল পাচ্ছে তৃণমূল। এই বিষয়ে বলতে গিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল 'আপনার নিউজ'কে জানান," জেলার সাধারণ মানুষ বুঝতে পারছে কে তাদের বিপদে পাশে থাকে, ধর্ম দিয়ে জীবন চলে না প্রতিটি মানুষ রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পাচ্ছে তাই সাধারণ মানুষ তৃণমূলে যোগদান করছে। এর পাশাপাশি, সুভাষ মন্ত্রী বিপ্লব মিত্রের ভূয়সী প্রশংসা করে বলেন, " জেলায় বন্যা পরিস্থিতি সময় সত্তর উদ্ধ এক ব্যক্তি যেভাবে পরিশ্রম করেছেন তা অভাবনীয়, আমাদের সৌভাগ্য যে আমরা এমন একজন অভিভাবক পেয়েছি,"।
তবে বিজেপি থেকে তৃণমূলে যোগদানের বিষয় জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী জানান," আমাদের কাছে এমন কোন তথ্য নেই,"।