মালদা; তনুজ জৈন:- হোস্টেল ছুটিতে বাড়িতে এসে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন একই পরিবারের তিনজন সদস্য। রবিবার দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদহের মাগুরা এলাকায়। তিন ছাত্রের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
জানা গিয়েছে, মালদার মাগুরা এলাকার একই পরিবারের তিনজন সদস্য তারা ছুটিতে বাড়িতে এসেছিলেন। আর তিনজন মিলে বাড়ির পাশে মহানন্দা নদীতে স্নান করতে যায়, স্নান করার সময় হঠাৎই তলিয়ে যায় তিন ভাই, এরপরই নদীর পাশে থাকা মানুষজন দেখতে পেয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে। যথাক্রমে তিনজনর নাম, আদিত্য চৌধুরী (১৩), বিশ্বজিৎ চৌধুরী, (১২)সত্যজিৎ চৌধুরী(১২)। সম্পর্কে তারা একই পরিবারের। একই পরিবারের তিনজনের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার থেকে শুরু করে প্রতিবেশী।