তৌহিদ,মাগুরা, বাংলাদেশ
শিশু,কিশোর -কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে এইচপিভি টিকা দান কার্যক্রম-২০২৪ উদ্ভোধন করলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
বৃহস্পতিবার ২৪ অক্টোবর সকাল ৭.৩০ ঘটিকায় মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা সিভিল সার্জন মোঃ শামীম কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ।প্রধান অতিথি মোঃ অহিদুল ইসলাম বলেন,"আমরা আজকে থেকে সকল নারী শিক্ষার্থীকে এই টিকার আওতায় আনবো। তিনি আরো বলেন সিভিল সার্জন বলেছেন এইসপিভি টিকা খুবই নিরাপদ ও কার্যকর,এর কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই।আমারা সকলের সহযোগিতা নিয়ে সকল নারীদের এই টিকা দেয়া নিশ্চিত করার মাধ্যমে মেয়েদের জরায়ু ক্যান্সার থেকে মুক্তি পাবার ব্যবস্হা করে দিবো।অনুষ্ঠানে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক -শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ছাড়াও বেশ কয়েকজন অবিভাবক ও সাংবাদিক উপস্হিত ছিলেন।