তৌহিদ,মাগুরা জেলা প্রতিনিধি।
মাগুরায় ছাত্রলীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতি সাহাবুদ্দীন চুপ্পুর পদত্যাগের দাবিতে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২২ অক্টোবর বিকেলে বৈষম্যবিরোধী ছাত্রজনতার ব্যানারে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্বরে বিপ্লবী ছাত্রজনতা গণজমায়েত করে। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের ভায়না মোড়ে অবস্থিত বিজয় স্মৃতিস্তম্ভে গিয়ে নানা শ্লোগানের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করে।
বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের দুই দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ সময় তারা ‘দিল্লি না ঢাকা, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ সহ নানা স্লোগান দিতে থাকে।
বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা বলেন, আমরা দুই দফা দাবি নিয়ে মাঠে নেমেছি। আওয়ামী লীগের সহযোগী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। এছাড়া ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ করতে হবে। যদি দাবি মেনে না নেয়া হয় ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব।