দিলদার আলী; আপনার নিউজ:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের বেসাদি পাড়া বাসিন্দা আব্দুল খালেক (৬৬) দিল্লীতে গিয়েছিলেন ঘোরার উদ্দেশ্যে। গত ৩১ তারিখে বাড়িতে ফেরার সময়ে নিখোঁজ হয় যায। এরপর ৭ দিন কেটে গেলেও বিভিন্ন জায়গায় খোঁজখুজি করেও খুজে পাচ্ছে না নিখোঁজ আব্দুল খালেককে।
এই পরিপেক্ষিতে পরিবারের পক্ষ থেকে কুশমন্ডি থানার অভিযোগ করা হয়েছে। কুশমন্ডি থানার পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে। এই বিষয়ে আব্দুল খালেকের ছেলে রেজাউল হক 'আপনার নিউজ'কে জানান, আমার বাবা দিল্লি থেকে ফেরার সময় নিখোঁজ হয়ে গেছে আমি চাই পুলিশ প্রশাসন আমার বাবা উদ্ধার করে পরিবার হাতে তুলে দিক।