আপনার নিউজ ডেক্স:- টলি পাড়ার অন্যতম সেলিব্রেটি হলেন রাজ-শুভশ্রী। তাদের ঘরে দুই সন্তান।২০২০ সালের ১২ ই সেপ্টেম্বর ইউভানের জন্ম হয়। দেখতে দেখতে ৪ বছরে পা দিল সে। অন্যদিকে ইয়ালিনির জন্ম হয়েছে গত বছর অর্থাৎ ২০২৩ সালের নভেম্বর মাসে। দাদার চতুর্থ জন্মদিনেই ১০ মাসের বোনের মুখ এল প্রকাশ্যে। না রাজ, না শুভশ্রী, ইয়ালিনিকে দেখতে হুবহু ইউভানের মত। মেয়ের জন্মের পর এমনটাই জানিয়েছিলেন রাজ এবং শুভশ্রী। ইউভান এবং ইয়ালিনির যে দুষ্টু মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন শুভশ্রী তার থেকেই তা স্পষ্ট হয়ে গিয়েছে।
রাজ-শুভশ্রীর মেয়ে দেখতে কেমন হয়েছে! রইলো ছবি
সেপ্টেম্বর ১৩, ২০২৪
0
আপনার নিউজ ডেক্স:- টলি পাড়ার অন্যতম সেলিব্রেটি হলেন রাজ-শুভশ্রী। তাদের ঘরে দুই সন্তান।২০২০ সালের ১২ ই সেপ্টেম্বর ইউভানের জন্ম হয়। দেখতে দেখতে ৪ বছরে পা দিল সে। অন্যদিকে ইয়ালিনির জন্ম হয়েছে গত বছর অর্থাৎ ২০২৩ সালের নভেম্বর মাসে। দাদার চতুর্থ জন্মদিনেই ১০ মাসের বোনের মুখ এল প্রকাশ্যে। না রাজ, না শুভশ্রী, ইয়ালিনিকে দেখতে হুবহু ইউভানের মত। মেয়ের জন্মের পর এমনটাই জানিয়েছিলেন রাজ এবং শুভশ্রী। ইউভান এবং ইয়ালিনির যে দুষ্টু মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন শুভশ্রী তার থেকেই তা স্পষ্ট হয়ে গিয়েছে।
ইউভানের মতই কোঁকড়া চুল ও গোলগাল দেখতে ইয়ালিনিকে। ইউভানের চুলগুলো অবশ্য এখন ছোট ছোট করে ছাঁটা। কিন্তু সে যখন একদমই ইয়ালিনির বয়সে ছিল তখন তারও একমাথা কোঁকড়ানো চুল ছিল। শুভশ্রী যে দুটি ছবি শেয়ার করেছেন তার মধ্যে একটিতে দেখা যাচ্ছে বোনকে কোলের কাছে বসিয়ে তার মাথার উপর মুখ রেখেছে ইউভান। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে বোনের পা নিয়ে খেলা করছে সে। ইয়ালিনির জামায় লেখা ‘দ্য কিউটেস্ট’।
কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে শুভশ্রী বলেন একেবারেই দাদার মত দেখতে হয়েছে ইয়ালিনিকে। যেন তিনি যমজ সন্তানের জন্ম দিয়েছেন। শুভশ্রী বলেন, “তিন বছর পর যমজ সন্তানের জন্ম দিয়েছি। ওর এখন ছবি দিলে যে কেউ ভাববে এটা ইউভানের ছোটবেলার ছবি। তাই ইয়ালিনির চুলগুলো একটু বড় হওয়ার অপেক্ষা করছি।”