এ যেন কেঁচো খুঁড়তে কেউটে, সামান্য চুরির মামলা তদন্ত করতে গিয়ে ছিনতাই এর পরিকল্পনা বানচাল করলো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ, বাড়ি থেকে উদ্ধার ধারালো অস্ত্র সহ বেশ কয়েকটি মোবাইল, গ্রেফতার ১।
মালদা;তনুজ জৈন;২০সেপ্টেম্বর: এ যেন কেঁচো খুঁড়তে কেউটে। সামান্য চুরির মামলা তদন্ত করতে গিয়ে ছিনতাই এর পরিকল্পনা বানচাল করল মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে কয়েকদিন আগে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তেতুলবাড়ী গ্রামে সুরজ মুসাহার বলে এক ব্যক্তির মোবাইল চুরি হয়ে যায়।
হরিশ্চন্দ্রপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনা তদন্তে নেমে হরিশ্চন্দ্রপুর পুলিশ হলদিবাড়ি এলাকা থেকে ফিরোজ আলী বলে এক যুবককে গ্রেফতার করে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে সুরোজ বাবুর মোবাইল সহ আরো বেশ কয়েকটি মোবাইল উদ্ধার হয়। সবগুলোই যে চোরাই মোবাইল সে বিষয়ে নিশ্চিত পুলিশ। পাশাপাশি তল্লাশি করতে গিয়ে ধৃত ব্যক্তির বাড়ি থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসা বাদ করে জানতে পারা যায় ওই ব্যক্তি এলাকায় বড় ছিনতাই এর পরিকল্পনা করছিল। আজ ধৃত ফিরোজ আলীকে শুক্রবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।