সুশোভন সিংহ; বালুরঘাট:- বালুরঘাট সদর হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ। সময়মতো চিকিৎসা না হওয়ায় মৃত্যু হয় বিজেপি নেত্রীর। মৃতের নাম মামনি বর্মণ (৩০)। বাড়ি বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরামে। জানাযায় সোমবার গভীর রাতে পেট ব্যথা নিয়ে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এই ঘটনা জেরে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর।
মৃতার পরিবারের অভিযোগ, সময়মত চিকিৎসক না আসার জেরে রোগীর মৃত্যু হয়েছে এবং ভুল ইঞ্জেকশন দেওয়া হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে এদিন প্রথম সুপার স্পেশালিটি হাসপাতালের মহিলা সার্জিক্যাল বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন। পরে হাসপাতাল সুপার অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্বরা। সেই বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার,যুব সভাপতি শুভ চক্রবর্তী,মহিলা মোর্চার জেলা সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই বিষয়ে মৃতার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় স্থানীয় থানায়।
ঘটনা উল্লেখ্য, মৃতা মামনি বর্মণ পেশায় কাপড় ব্যবসায়ী। স্বামী পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে বিছানাগত। এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্থানীয় ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন বিজেপি মেম্বার ছিলেন তিনি। বর্তমানে মহিলা বিজেপির মণ্ডল সভাপতির দায়িত্বে ছিলেন। সোমবার রাত্রে হঠাৎ পেটে ব্যথা হলে তাকে বালুঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
এই বিষয়ে বিজেপি জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার জানান, ' মৃত বিজেপি নেত্রী হাসপাতালে ভর্তি হওয়ার পরেও দীর্ঘ প্রায় ১২ ঘন্টা কোন ডাক্তার চিকিৎসা করেননি, নার্সদের ভুল ইনজেকশনে উনি মারা গেছেন,এটা পরিকল্পিতভাবে করা হয়েছে,'। এর পাশাপাশি বাপি সরকার অভিযোগ করেন, ' তৃণমূল সমর্থিত ডাক্তাররা পুরোপুরি প্ল্যান করে মার্ডার করেছে,'। যদিও চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনাকে স্বীকার করে নিয়ে তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানান,' যেকোনো মৃত্যু দুঃখজনক, তবে এর সাথে তৃণমূল কিভাবে জড়িত তা বুঝতে পারছি না! ডাক্তারদের দীর্ঘদিনের আন্দোলনে গোটা রাজ্যজুড়ে এমন দুঃখের ঘটনা অনেক ঘটেছে,আর সেই সময় ডাক্তারদের পাশে দাঁড়িয়েছিল বিজেপি,এখন এই ঘটনার সাথে তৃণমূলের নাম জানানোর চেষ্টা হ
চ্ছে,'।