তনুজ জৈন,মালদা: পুরনো শত্রুতার জেরে প্রকাশ্যে খোলা বাজারে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল টিএমসিপির ছাত্রনেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রকাশ্যে বন্দুক দিয়েমাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। দলবল নিয়ে ওই যুবকের উপর হামলা চালায় বলে অভিযোগ। রবিবার মালদার চাঁচল কৃষকবাজারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।আক্রান্ত যুবকের নাম নুর আলম।বাড়ি অলিহোন্ডা গ্রাম পঞ্চায়েতের নিশোটলা গ্রামে।এদিন মারধরের অভিযোগ নিয়ে চাঁচল থানায় অভিযোগ করেন আক্রান্ত যুবকের মা রৌসনারা বিবি।তিনি গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।তিনি বলেন,পুরনো বিবাদের জেরে ব্লক তৃণমূলের ছাত্র পরিষদের সহকারি সভাপতি সাহেব আলি তার ছেলেকে প্রাণে মারার চেষ্টা করে।সাহেব টিএমসিপির ছাত্রনেতা।অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলি
শ।