দুলাল সিংহ; বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা-র বিরুদ্ধে সিআইডি তদন্তের দাবী উঠতেই সেই আন্দোলন বন্ধ করানোর চেষ্টা! সিসিটিভি থাকা সত্ত্বেও আন্দোলনের ফ্লেক্স ছিড়ল দুস্কৃতিরা, বালুরঘাট থানায় অভিযোগ দায়ের, দীর্ঘদিনের বাম নেতাদের দখলে থাকা দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ - আন্দোলনে অনড় আন্দোলনকারীরা। পরবর্তীতে আন্দোলনের ঝাঁজ বাড়ার ইঙ্গিত।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার স্বজনপোষণ, ষড়যন্ত্র, চক্রান্ত করা, বহুদিন যাবত মেম্বারশিপ প্রদান বন্ধ রাখা, ক্রিকেট প্রশিক্ষকের প্রশিক্ষণের সূযোগ থেকে বঞ্চিত করা সহ একাধিক অনিয়মের অভিযোগ তুলে গত বুধবার থেকে প্রতিবাদে সরব দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক ক্রীড়া প্রতিষ্ঠান সহ একাধিক খেলোয়াড়। গত বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাকে ঘুঘুর বাসা আখ্যা দিয়ে বালুরঘাট স্টেডিয়ামের গেটের সামনে ফ্লেক্স লাগিয়ে দেওয়া হয় সিংহ ইন্ডিয়ান্স ক্রিকেট একাডেমীর পক্ষ থেকে। এর পাশাপাশি, দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে মাইকযোগে প্রচার শুরু করে সিংহ ইন্ডিয়ান্স ক্রিকেট একাডেমী। এরপর রবিবার সকালে সিংহ ইন্ডিয়ান্স ক্রিকেট একাডেমীর সদস্যরা জানতে পারেন বালুরঘাট স্টেডিয়ামের গেটে লাগানো তাদের দাবী সমল্বিত ঐ ফ্লেক্স দুস্কৃতিরা ছিড়ে ফেলেছে। এদিন সিংহ ইন্ডিয়ান্স ক্রিকেট একাডেমীর পক্ষ বালুরঘাট থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়।
সিংহ ইন্ডিয়ান্স ক্রিকেট একাডেমী-র সভাপতি শুভ কুমার ঘোষ জানান, আন্দোলনের চাপে ভয় পেয়ে স্বৈরাচারী চক্রান্তকারীরা ভয় পেয়েছে, দুস্কৃতিরা ফ্লেক্স ছিড়েছে। ঘটনায় দোষীরা গ্রেপ্তার না হলে আমাদের খেলোয়াড়রা কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে বসতে বাধ্য হবে বলে হুশিয়ারিও দিয়েছেন তিনি। তিনি বলেন ঘুঘুর বাসা ভাঙতে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার নৈরাজ্য, স্বৈরাতন্ত্র, স্বজনপোষণের বিরুদ্ধে আমাদের আন্দোলন আরও জোরদার হবে আগামীতে। অপরদিকে ঘটনা প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা-র বিদায়ী সাধারণ সম্পাদক অমিতাভ ঘোষ বলেন ফ্লেক্স ছেড়া সঠিক হয়নি। নির্দিষ্ট তদন্তের আশ্বাস দেওয়া হয় বালুরঘাট পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।