দিলদার আলী; কুশমন্ডি:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি থানা প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের মধ্য কুশমন্ডি ব্লক প্রশাসন,পুলিশ প্রশাসন রাজ্য সরকার উদ্যোগে কুশমন্ডি ব্লকে ৩৩টি পুজা ক্লাবকে ৮৫ হাজার টাকার চেক তুলে দিলেন রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরে মন্ত্রী বিপ্লব মিএ। এদিনের এই কর্মসূচিতে মন্ত্রী বিপ্লব মিত্রের পাশাপাশি উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভা বিধায়িকা রেখা রায়, দঃদিনাজপুর জেলা পরিষদ সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার, কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা দঃদিনাজপুর জেলার খাদ্য কর্মাধ্যক্ষ রূপছানা খাতুন কুশমন্ডি পঞ্চায়েত সমিতি সভাপতি মারিয়াম মার্ডি পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস কুশমন্ডি পঞ্চায়েত সমিতি শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম কুশমন্ডি ব্লক তৃণমূল সভাপতি করিমুল ইসলাম সহ অনেকেই।
এই বিষয়ে রাজ্য ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিএ বলেন এই বছর ৮৫ হাজার টাকা চেক দিয়েছে আগামী বছর পূজা উদ্যাক্তা দের এক লক্ষ টাকা চেক দেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার দুর্গাপূজা উদ্যোক্তারা।