কোটচাঁদপুর( ঝিনাইদহ) : প্রতিনিধি:- কোটচঁদপুর পৌরসভায় গত ২৪ বছর যাবত পৌর নির্বাহী কর্মকর্তা এনামুল হক দায়িত্বে থাকা কালিন অধিকাংশ মেয়রদের যোগসাজসে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, এসব দুর্নীতির মধ্যে আছে মন্ত্রানালয় থেকে ২০১৫ সালে বিশেষ বরাদ্দের ৮৫ লাখ টাকা কোন কাজ না করেই ভূয়া বিল ভাউচারের মাধ্যমে টাকা আত্মসাৎপৌ,রসভার বিভিন্ন হাট বাজারের নিয়ম বহিরভূতভাবে নামে মাত্র টেন্ডার দেখিয়ে প্রায় ৬৬ লাখ টাকা।
ভাগবাটোয়ারা, পৌরসভায় বিভিন্ন সময় মন্ত্রনালয়ের ছাড়পত্র ছারাই অবৈধভাবে প্রায় কোটি টাকার কর্মচারী নিয়োগ বানিজ্য। সংশ্লিষ্ট একটি সূত্র জানায় ১৮৮৩ সালে প্রাচীনতম এ পৌরসভা প্রতিষ্ঠিত হয়ে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হলেও পৌরনাগরিকরা নূন্যতম তৃতীয় শ্রেনীর পৌরসভার সুবিধাও ভোগ করতে পারেন না।
পৌরবাসিদের নিকট থেকে সর্বচ্চ পৌর কর আদায় করলেও রাতের বেলায় অধিকাংশ বিদ্যুৎ পোলে আলো নাথাকায় রাস্তাঘাট থাকে ভূতুরে অন্ধকার। শহরে ময়লা আবরজনা পরিস্কারের সুব্যবস্থা না থাকায় এলাকায় ময়লার ভাগারে পরিনত হয়েছে।