দিলদার আলী; আপনার নিউজ:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে জাশনে ঈদ মিলাদুন্নবী ১২ রবিউল ১৪৪৬ তম জন্ম দিবস পালন করলেন দঃদিনাজপুর জেলার আঞ্জুমান আহলে সুন্নাত মানুষেরা। বিশ্ব নবী হজরত মোহাম্মদ সালেআলাহ সাল্লাম জন্ম দিবস উপলক্ষে প্রায় ৪০ কিলোমিটার মিছিল পরিক্রমা করা হয় দঃদিনাজপুর জেলার সবচেয়ে বড় বিশাল মিছিল বের হয় কু্শমন্ডি ব্লকে আমিন পুর থেকে শুরু হয়ে কুশমন্ডি বোড়গছি চৌরঙ্গী পেত্নীদিঘী, পাঠানপাড়া, বংশিহারি, বুনিয়াদপুর নারায়নপুর, মিছিল শেষ হয়।
এরপর আমিনপুর এলাকায় সমাবেশ হয় । এদিন উপস্থিত ছিলেন মৌলানা আমজাদ হোসেন সিমরানী আঞ্জুমান উদ্যাগক্তা মৌলানা আব্দুল জব্বার মৌলানা আব্দুল বাসার মৌলানা আনিসুর রহমান জাকির হোসেন জুলুস কমিটির সম্পাদক, আলহাজ্ মোকসেদ আলী সহ অনেকেই। এদিন কুশমন্ডি থানা বিশাল পুলিশ প্রশাসন মোতায়েন ছিলেন। এই বিষয়ে আঞ্জুমান উদ্যাগক্তা মৌলানা আমজাদ হোসেন সিমরানী বলেন গত বছরের তুলনায় এবার ১০হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষের বিশ্ব নবী জন্মদিবস পালন করছেন শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে।