দিলদার আলী; আপনার নিউজ:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে আশাকর্মী শ্লীলতাহানি করা অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ও অভিযুক্তর শাস্তি দাবীতে বিজেপির ডেপুটেশন কুশমন্ডি গ্ৰামীন হাসপাতালে। এদিন বিজেপির কার্যালয় থেকে মিছিল করে কুশমন্ডি শহর পরিক্রমা করে কুশমন্ডি গ্ৰামীন হাসপাতালে ডেপুটেশন প্রদান করেন ভারতীয় জনতা পার্টি সমর্থকরা।
ঘটনা উল্লেখ্য, কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে ইসিজি করতে গিয়ে শ্লীলতাহানি অভিযোগ করেন এক আশাকর্মী। লিখিত অভিযোগ করা হয় কুশমন্ডি থানায়। অভিযোগে ভিত্তিতে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
এদিন উপস্থিত ছিলেন দঃদিনাজপুর জেলার বিজেপি সম্পাদক তাপস চন্দ্র রায় কুশমন্ডি মন্ডল সভাপতি রাজেশ সরকার,অজিত সরকার, অলোক চৌহান রিমা সহ আরো অনেকেই। উল্লেখ্য কুশমন্ডি ব্লক স্ব্যাস্থ্য দপ্তরে আধিকারিক কাছে কুশমন্ডি হসপিটাল দুর্নীতি লিখিত আকারে অভিযোগ করছি । কুশমন্ডি গ্ৰামীন এলাকায় সরকারি কর্মীরা সুরক্ষিত নয় এর প্রতিবাদ কুশমন্ডি ব্লকে ও কুশমন্ডি হাসপাতালে ডেপুটেশন প্রদান করা হয়। এলাকায় বিশাল পুলিশ প্রশাসন মোতায়েন করা ছিল যেন আপত্তিকর ঘটনা না ঘটে।