দুই মাসের মধ্যে ফের পঞ্চায়েতের বিরোধী দলনেত্রীর পদে পাশাবদল, ফের নিজের পদে বহাল হলেন আগের বিরোধী দলনেত্রী, কোন্দল অব্যাহত শাসকের অন্দরে, সই জাল হয়েছে অভিযোগ অপসারিত বিরোধী দলনেত্রীর স্বামীর, তৃণমূলের অঞ্চল সভাপতি কে আক্রমণ যুবনেতার, দলে গণতন্ত্র আছে গোষ্ঠীদ্বন্দ্ব নেই দাবি ব্লক নেতৃত্বের, গোষ্ঠীদ্বন্দ্বে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখাবে তৃণমূল খোঁচা বিজেপির।
মালদা;তনুজ জৈন;২১সেপ্টেম্বর: দুই মাসের মধ্যে ফের পঞ্চায়েতে বিরোধী দলনেত্রীর পদে পাশা বদল।পঞ্চায়েতে বিরোধী আসনে থাকা রাজ্যের শাসকদল তৃণমূলের অন্দরে ফের মাথাচাড়া দিয়ে উঠল গোষ্ঠীদ্বন্দ। দুই মাস আগে যে সংখ্যাগরিষ্ঠ সদস্যরা বিরোধী দলনেত্রীকে অপসারণ করে নতুন বিরোধী দলনেত্রী নির্বাচন করে ছিলেন। দুই মাস পর তারাই সম্পূর্ণ ১৮০° পাল্টে গেলেন। ফের বিরোধী দলনেত্রীকে অপসারণ করে আগের জনকে সেই পদে বহাল করলেন তারা। বিরোধী দলনেত্রী এবং তার স্বামী তথা যুব তৃণমূল নেতার দাবি যে চক্রান্ত হয়েছিল সেটা ব্যর্থ হয়েছে। অঞ্চল সভাপতি ষড়যন্ত্র করে ছিল। অন্যদিকে অপসারিত হওয়া বিরোধী দলনেত্রীর স্বামীর দাবি সদস্যদের সই জাল করা হয়েছে। সমগ্র ঘটনায় ফের একবার অস্বস্তিতে তৃণমূল।
যদিও ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করছেন অঞ্চল তৃণমূল সভাপতি। দলে গণতন্ত্র আছে গোষ্ঠী দ্বন্দ্ব নেই দাবি ব্লক নেতৃত্বের। শুধু শাসক নয় বিরোধীতে থেকেও যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়। তার জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড এ নাম লেখাবে তৃণমূল। এইভাবেই কটাক্ষ করেছে বিজেপি। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত এই মুহূর্তে কংগ্রেস সিপিএম বিজেপি মহাজোটের দখলে। ১২ টি আসন নিয়ে বিরোধী আসনে রয়েছে তৃণমূল।পঞ্চায়েত গঠনের পর বিরোধী দলনেত্রী নির্বাচিত হয়ে ছিলেন মন্দিরা দাস। কিন্তু দুই মাস আগে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তার বিরুদ্ধে অনাস্থা আনে। সেই জায়গায় বিরোধী দলনেত্রী হন নাসিমা খাতুন। এই নিয়ে ব্যাপক চাপানোতোর হয়েছিল শাসকের অন্দরে। এই ঘটনায় চক্রান্তের অভিযোগ করে ছিলেন মন্দিরা দাস এবং তার স্বামী যুব তৃণমূল নেতা পূজন দাস। তারা অভিযোগ করে ছিলেন অঞ্চল তৃনমূলের সভাপতি সঞ্জীব গুপ্তার বিরুদ্ধে। তাদের অভিযোগ ছিল সঞ্জীব গুপ্তা ঠিকাদারি করে। নিজ স্বার্থে এই চক্রান্ত করেছে।কিন্তু দুই মাসের মধ্যে ফের পালাবদল। তৃণমূলের ১২ জনের মধ্যে সাতজন সদস্য নাসিমা খাতুনের বিরুদ্ধে অনাস্থা আনল।বিডিওর উপস্থিতিত সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ফের বিরোধী দলনেত্রী হলেন মন্দিরা দাস। কিন্তু নাসিমা খাতুনের স্বামীর অভিযোগ সদস্যদের সই জাল করা হয়েছে।এদিকে যুব তৃণমূলের ব্লক সভাপতি পূজন দাস ফের সঞ্জীব গুপ্তা কে আক্রমণ করলেন। তিনি বললেন সঞ্জীব গুপ্তার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। সদস্যরা নিজেদের ভুল বুঝতে পেরেছে। যদিও সঞ্জীব গুপ্তা এই ধরনের অভিযোগ মানতে চাননি। তার দাবি তার সঙ্গে পঞ্চায়েতের কোন সম্পর্ক নেই। ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমানের মতে এটা দলের মধ্যে গণতন্ত্র রয়েছে। সদস্যরা যেটা ভালো মনে করছে সকলে মিলে সেটা করছে। এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোন ব্যাপার নেই। এদিকে বিজেপির মতে পিসি ভাইপো থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত। গোষ্ঠীদ্বন্দ্বতে রেকর্ড করছে তৃণমূল। যদিও ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে সমগ্র নিয়ম অনুযায়ী এই প্রক্রিয়া হয়েছে। সদস্যরা সশরীরে উপস্থিত ছিলেন।