মালদা; তনুজ জৈন:- স্কুলে কোন শিক্ষক না আসায় স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখাল অভিভাবকরা।বাড়ি ফিরে গেল পড়ুয়ারা।মিড ডে মিল খাবার নিয়ে গেল রাঁধুনিরা।
বিক্ষোভের খবর পেয়ে দুপুরে দুই শিক্ষক স্কুলে আসলে তাদেরকে ঘিরে চলে বিক্ষোভ।সহ শিক্ষক আতাউল্লা, পার্শ শিক্ষিকা তারা বেগম কে ঘিরে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। শেষ পর্যন্ত তাঁরাও বাড়ি ফিরে যেতে বাধ্য হন। মালদহের হরিশ্চন্দ্রপুরের বারঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্থানীয়দের অভিযোগ বরাবরই শিক্ষকরা স্কুলে নিয়মিত আসেন না। দুপুর বারোটার আগে কোন শিক্ষক স্কুলে আসে না।আজ বৃহস্পতিবার স্কুলে কোন শিক্ষক আসেনি।অভিভাবকরা স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকলে খবর পেয়ে দুই শিক্ষক আসেন। তারপরে তাদের ঘিরেও বিক্ষোভ দেখায় অভিভাবকরা।