Type Here to Get Search Results !

Bangladesh: কক্সবাজার রামুতে নুরুল আলম সিদ্দিকী রাশেদ হত্যায় জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন


ফরহাদ রহমান 

স্টাফ রিপোর্টার কক্সবাজার(বাংলাদেশ)


কক্সবাজারের রামুতে ব্যবসায়ী নুরুল আলম সিদ্দিকী রাশেদ হত্যায় জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ সেপ্টেম্বর) সকালে রামু চৌমুহনী স্টেশনে এই মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী।


এসময় বক্তারা বলেন, জায়গা জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পূর্ব  পরিকল্পিত ভাবে রামু বাইপাস এলাকার বিশিষ্ট  ব্যবসায়ী ও সমাজ সেবক নুরুল আলম সিদ্দিকী রাশেদকে চুরিকাঘাতের মাধ্যমে হত্যা করে চিহ্নিত অপরাধীরা।   হত্যাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক  শাস্তির গ্রহণ এবং ফাঁসির দাবী জানানো হয়।


মানববন্ধন শেষে চৌমুহনী স্টেশন থেকে রামু উপজেলা পরিষদে যান এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন নিহতের ছোট ভাই সাইফুর রহমান সুজনসহ এলাকাবাসী।  


নিহত নুরুল আলম সিদ্দিকী রাশেদের ছোট ভাই মিজানুর রহমান ও  মামলার বাদী সাইফুর রহমান সুজন  জানান মামলা উঠাইয়া নেওয়া ও,মামলার তদবির না করার জন্য এবং স্বাক্ষীদের ঘরে ঘরে গিয়ে স্বাক্ষ্য  না দেওয়ার জন্য হুমকি ও ভয় ভীতি 

প্রদান করে,স্বাক্ষীরা  যদি স্বাক্ষ্যদে তাদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেবে,তাদের সন্তানদের ধরিয়া নিয়ে মুক্তিপণ আদায়,এবং হত্যা করার হুমকি ধমকি অব্যাহত রাখিয়াছে, অদ্যাবধি প্রশাসন খুনীদের গ্রেপ্তার না করায় মামলার বাদী ও স্বাক্ষী এবং পরিবারের লোকজন নিরাপত্তাহীন হয়েছে বলে জানান।


উল্লেখ্য, গত ৩১ আগস্ট সাড়ে ৩ ঘটিকার সময়  রামুর ফুলনিরচর এলাকায় বাগান বাড়ি থেকে ফেরার পথে ব্যবসায়ী নুরুল আলম সিদ্দিকী রাশেদকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনায় গত ৩ সেপ্টেম্বর রামু থানায় মামলা রুজু করা হয়,রামু থানার মামলা নং ৮/২০২৪ ধারা ৩৪১,৩০৭,৩২৩, ৩০২, ৩২৬,৫০৬,৩৪পেনেল কোড১৮৬০.


মানববন্ধনে বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল,কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধা কমান্ডার  নুরুল হক, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি রুহুল আমিন রকি, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য  নুরুল ইসলাম,  মেম্বার মোহাম্মদ কায়েশ, মেম্বার মোহাম্মদ আলী, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার  মির্জা  নুরুল আবছার, বিএনপি নেতা মনোয়ার হোসেন,রামু উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি  হাফেজ আহাম্মদ, রফিক আহাম্মদ, পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন আবদুল মন্নান,সাইফুর রহমান সুজন, মিজানুর রহমান,ফরহাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side