সুশোভন সিংহ; বালুরঘাট:- ১৯০১ সালে বিশ্বের বুকে এক বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুই প্রথম জানিয়েছিলেন গাছের প্রাণ রয়েছে। আর রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে স্থান পরিবর্তন করলেন এক প্রাচীন বটবৃক্ষ! সময় লাগলো ৬৬ ঘণ্টা। শুনতে অবাক লাগলেও ঠিক এমনটাই ঘটেছে। জেলার বুকে দৃষ্টান্ত স্থাপন করল একটি বটবৃক্ষ প্রতিস্থাপন। 'একটি গাছ একটি প্রাণ' এই বাণীকে পাথেয় করে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব,বালুরঘাট পৌরসভা, পরিবেশপ্রেমী সংগঠন দিশারী ও দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় একটি প্রাচীন বটবৃক্ষ কে সযত্নে তুলে নিয়ে গিয়ে প্রতিস্থাপন করা হলো বালুরঘাট সংলগ্ন ফরেস্টে।
শুক্রবার থেকে রবিবার ৬৬ ঘন্টা ধরে তিনটি বড় ক্রেন এবং জেসিপির সাহায্য নিয়ে গাছটিকে প্রতিস্থাপন করা হয় এদিন। বালুরঘাটের ব্যবসায়ী মহলের সাহায্যে মালদা থেকে নিয়ে আসা একটি ট্রলির সাহায্যে গাছটিকে পুরনো জায়গা থেকে নতুন জায়গায় প্রতিস্থাপন করা হয়। জেলা মুখ্য স্বাস্থ্য কার্যালয়ের সামনে থাকা এই গাছটি দীর্ঘদিনের ইতিহাসকে বুকে ধরে দাঁড়িয়েছিল। সময়ের ভারে ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছিলে গাছটি। ডালপালা প্রায় ঝরে পড়ছিল মাটিতে। এর ফলে মাঝেমধ্যেই ঘটে যাচ্ছিল দুর্ঘটনা।
এই সমস্যার সমাধান সূত্র খুঁজে বের করতে সর্বপ্রথম এগিয়ে আসেন দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের সদস্যরা। পরবর্তী সময়ে দিশারী,বালুঘাট পৌরসভা এবং জেলা প্রশাসনের ঐকান্তিক সদিচ্ছায় গাছটিকে প্রতিস্থাপন করা হয়। বৈজ্ঞানিক উপায়ে প্রতিস্থাপনের জন্য কলকাতা থেকে নিয়ে আসা হয় বিশেষজ্ঞদের। বর্তমান সময়ে যখন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে শহরগুলোতে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে গাছ। ঠিক সেই সময়ে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার জনগণ।