আপনার নিউজ ডেক্স:- মঙ্গলবার সকালে গাজ়িয়াবাদের হিন্ডন এয়ারবেস থেকে উড়েছিল হাসিনার বিমান। তখনই জল্পনা শুরু হয়ে গিয়েছিল, তাহলে কি ভারতে জায়গা হলো না হাসিনার! তবে সব জল্পনার অবসান হলো ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যে। আপাতত দিল্লিতে গোপন আশ্রয় রয়েছেন ভারতীয় সাবেক প্রধানমন্ত্রী। মঙ্গলবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সব দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজেজুরাও। সূত্রের খবর, বাংলাদেশে প্রবাসী ভারতীয় নাগরিকদের পরিস্থিতি নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে। কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখেছে নয়াদিল্লি। পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা দেখা হচ্ছে।
উত্তাল বাংলাদেশকে নিয়ে ভারতের কি অবস্থান তাই স্পষ্ট করতে মঙ্গলবার সর্বদল বৈঠকে উপস্থিত সকল সাংসদকে তা জানিয়েছেন জয়শঙ্কর। তাঁর বক্তব্য অনুযায়ী, আপাতত ভারত হাসিনাকে কিছু দিন সময় দিতে চায়। তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা কী, তা তিনি ভারত সরকারকে জানাবেন। সেই ভাবনাচিন্তার জন্য সময় নিচ্ছেন। হাসিনার পরিকল্পনা জানার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি। ব্রিটেন শেখ হাসিনাকে আশ্রয়ের বিষয়ে কোনো রকম সবুজ সংকেত না দেওয়ায় আপাতত আপাতত কিছু দিন সময় দিয়েছে ভারত। এই বৈঠকে বিদেশ মন্ত্রী জানান,এখনই জরুরি ভিত্তিতে বাংলাদেশ থেকে ভারতীয়দের সরিয়ে আনা হচ্ছে না। তবে প্রয়োজনে যে কোনও সময়ে দ্রুত পদক্ষেপ করা হবে। ভারত প্রস্তুত আছে। সর্বদল বৈঠকে সাংসদদের জয়শঙ্কর বলেছেন, ‘‘যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, তার দিকে আমরা নজর রাখছি। সঠিক সময় এলে ভারত সরকার সঠিক পদক্ষেপ করবে।’’