কলকাতা; আপনার নিউজ:- মঙ্গলবার নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে ছাত্র সমাজের পক্ষ থেকে। যদিও শাসক দলের অভিযোগ এর পেছনে রয়েছে বিজেপির রাজনৈতিক স্বার্থ। ইতিমধ্যে নবান্নের সুরক্ষা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। সোমবার সকালে এই বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। সাংবাদিক সম্মেলনে দুটি ভিডিও দেখান তৃণমূলের এই নেতা। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘‘একটা বড় চক্রান্ত চলছে কালকের মিছিল ঘিরে। শকুনের রাজনীতি করছে বিজেপি। ওরা বলছে বডি চাই।’’ পরে তাঁর বক্তব্যের সমর্থনে দু’টি গোপন ভিডিয়োও প্রকাশ করেছেন কুণাল।
ইতিমধ্যেই আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকে ধর্ষণ করে খুন করার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। দফায় দফায় বিচারের দাবিতে সমাজের সকল স্তরের মানুষেরা নামছেন পথে। থেমে নেই রাজ্যের বিরোধী দলগুলো। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বারংবার অভিযোগ করা হচ্ছে, 'এই ঘটনার তদন্ত এখন সিবিআই এর হাতে' কিন্তু রাজ্যের রাজনৈতিক দলগুলো রাজ্য সরকারের কাছে বিচার চাইছে। যা হাস্যকর। এদিন সাংবাদিক বৈঠকে কুনাল যে দুটো ভিডিও প্রকাশ করেছেন(ভিডিও সত্যতা যাচাই করেনি আপনার নিউজ) তাতে একাধিক ব্যক্তির মুখে ঘুরে ফিরে এসেছে ওই দু’টি শব্দবন্ধ— ‘বডি চাই’। ভিডিয়োতে তাঁরা দাবি করছেন, ২৭ তারিখের আন্দোলন আদৌ শান্তিপূর্ণ হবে না। তার কারণ, ‘বডি’ অর্থাৎ লাশ বা মৃতদেহ না পেলে আন্দোলন জোরদার হবে না। যদিও কুণালের ওই সাংবাদিক বৈঠকের পরেই বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘‘ আন্দোলন গতি পাওয়ায় তৃণমূল হতাশায় ভুগছে, তাই এমন অদ্ভুত আচরণ।’’