সুশোভন সিংহ; বালুরঘাট:- শনিবার দুপুর তিনটা নাগাদ বালুরঘাট থানার সম্মুখে আরজি কর কাণ্ডের প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচি করা হয় জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে। এই প্রতিবাদ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ জন মহিলা মোর্চার কর্মীরা উপস্থিত ছিলেন। রাজ্যে নারীদের সুরক্ষার দাবিতে ও আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকে ধর্ষণ করে খুন করার ঘটনায় অবিলম্বে দোষীদের ফাঁসি দাবিতে স্লোগান দিতে থাকেন মহিলা মোর্চার নেতৃত্বরা।
চিকিৎসক ছাত্রীর নি:শংস হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল রাজ্য থেকে গোটা দেশ। আন্দোলনের আঁচ গিয়ে পৌঁছেছে ওপার বাংলায়। শনিবার গোটা দেশজুড়ে ২৪ ঘন্টা চিকিৎসা পরিষেবা বন্ধ রেখেছে ডাক্তারদের সংগঠন। গতকাল কলকাতার রাজপথে দোষীদের ফাঁসি দাবিতে মিছিল করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপি সহ রাজ্যের বিরোধী দলগুলোর পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে, রাজ্য সরকার আসল দোষীদের আড়াল করার চেষ্টা করছে।
বালুরঘাটে এদিনের থানা ঘেরাও কর্মসূচি থেকে মহিলা মোর্চার নেতৃত্বরা প্রশ্ন করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও কিভাবে রাজ্যে নারীদের উপর এত অত্যাচার হচ্ছে। এর পাশাপাশি এই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হয় মহিলা মোর্চারের পক্ষ থেকে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার মহিলা মোর্চার সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্জী, দক্ষিণ দিনাজপুর জেলার সহ-সভাপতি পূর্ণিমা মহন্ত মহিলা মোর্চা অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের থানা ঘেরাও বিষয়ে 'আপনার নিউজ'কে জেলার মহিলা মোর্চা সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য জানান," আরজি কর ঘটনায় দোষীদের আড়াল করতে চাইছে রাজ্য সরকার, অবিলম্বে সকল দোষীদের সনাক্ত করে হাসি দিতে হবে এবং রাজ্যে নারীদের উপর অত্যাচারের দায়ভার নিয়ে অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায় কে পদত্যাগ করতে হবে,"।