Type Here to Get Search Results !

RG Kar ঘটনার প্রতিবাদে আবারো পথে বামেরা, এবারের গন্তব্য লালবাজার



কলকাতা; পল্লবী সান্যাল: আরজি কর কাণ্ডে মহিলা চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাজপথের দখল নিয়েছে শাসক -বিরোধী দু পক্ষই । পিছিয়ে নেই ছাত্র ও যুব সমাজ। লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে এসএফআই ডিওয়াইএফআই এর মতো ছাত্র সংগঠনগুলির কর্মী সমর্থক সদস্যরা । শনিবার লালবাজার অভিযানের ডাক দিয়েছিল এসএফআই ,ডিওয়াইএফআই ,এআইডিডব্লুএ। দুপুর দেড়টায় কলেজস্ট্রিটে জমায়েত ।তারপর বইপাড়া থেকে কলকাতা পুলিশের হেডকোয়ার্টারের উদ্দেশ্যে অভিযান। 

দুপুর হতেই যেভাবে কালো মেঘে ঢাকলো কলকাতার আকাশ,শুরু হল মুষলধারে বৃষ্টি , তাতেও দমানো যায়নি ভবিষ্যৎ প্রজন্মকে । বৃষ্টি উপেক্ষা করেই এগিয়ে চলেছে মিছিল । তরুণ তুর্কীদের সঙ্গে মিছিলে পা মেলালেন আইনজীবীরাও।


প্রসঙ্গত ,আর জি কর হাসপাতালে ভাংচুর ও তান্ডবের পর মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বেশ কিছু সিপিআইএম এর নেতা নেত্রীদের তলব করা হয়েছিল লালবাজারে। সেই তলবের প্রতিবাদেই ছাত্র সংগঠনগুলি লালবাজার অভিযানের ডাক দিয়েছে এদিন।একদিকে যেমন অদমনীয় মনোভাব নিয়ে পথে নেমেছে তরুণ তুর্কীরা,অন্যদিকে পুলিশও প্রস্তুত মিছিল আটকাতে ।বি বি গাঙ্গুলী স্ট্রিটে করা হয় ব্যারিকেড ।কিন্তু অতীতে বহুবার ব্যারিকেড টপকে এগিয়ে যেতে দেখা গিয়েছে ঐশী ,মীনাক্ষী ,সৃজনদের। ঠিক সেই ভাবেই দলের একাধিক কর্মীকে তলবের বিরুদ্ধে বৃষ্টি উপেক্ষা করে লালবাজার অভিযান নিয়ে বদ্ধ পরিকর ছাত্র সংগঠন ও মহিলা সমিতির সদস্যরা । কারো মাথায় ছাতা ,কেউ বা ভিজে স্নান, বামেদের লাল বাজার অভিযানে বাধা হয়ে দাঁড়ালো না বৃষ্টি।

যেভাবে সব মহল প্রতিবাদে সামিল হয়েছে তাতে শাসক ভয় পেয়েছে বলেই দাবি করছে বিরোধীরা । দল মত নির্বিশেষে ,নারী পুরুষ নির্বিশেষে ,আট থেকে আশির প্রতিবাদ চলছে সেই মেয়েটির জন্য যাকে ৯ আগস্ট নৃশংস ভাবে হত্যা করা হয় । দিনে রাতে রাজপথে ঝড় তুলছে একটাই স্লোগান ,’জাস্টিস ফর আর জি কর।‘ ছাত্র সমাজ যেভাবে বাধা উপেক্ষা করে সুবিচারের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে তা আগামিদিনে পরিবর্তনের পূর্বাভাস বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side