আপনার নিউজ ডেক্স:- তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যাকান্ডে উত্তাল গোটা দেশ। বিচারের দাবিতে আন্দোলনে ডাক্তার থেকে নার্সিং স্টাফেরা। আর শনিবার দেশজুড়ে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। ফলে দেশজুড়ে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। যদিও জরুরী পরিষেবা চালু রাখা হবে তাড়ানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬ টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনও পরিষেবা তাঁরা দেবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিল আইএমএ। ফলে রাজ্য থেকে দেশ, সকাল থেকেই হাসপাতালে গিয়েও দুর্ভোগের মুখে রোগী ও পরিজনেরা।
এর আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে যাওয়ার ডাক দিয়েছিল 'ফেডারেশন অফ রেসিডেন্স ডক্টর অ্যাসোসিয়েশন'। তবে মঙ্গলবার রাতে তাঁদের কয়েকজন প্রতিনিধি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে করার পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন।
ইতিমধ্যেই আদালতের নির্দেশে এই ঘটনার তদন্তভাবে দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পরিস্থিতির গুরুত্ব বুঝে তৎপর সিবিআই। ঘটনার পরবর্তী সময়ে প্রমাণের ভিত্তিতে কলকাতা পুলিশ এক সিভিক ভলেন্টিয়ার কে গ্রেপ্তার করে। তবে আরজি করের জুনিয়র ডাক্তারদের অভিযোগ এই জঘন্য কাজের পেছনে একাধিক ব্যক্তি রয়েছে। একজনকে সামনে রেখে বাকি দোষীদের আড়াল করার চেষ্টা করছে রাজ্য।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়, আরজি করে ছাত্রীকে নৃশংসভাবে খুন এবং আন্দোলনকারীদের ওপরে হামলার প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ধর্মঘট চলবে। জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনও কাজ করবেন না তাঁরা।