দিলদার আলী; আপনার নিউজ:- আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে উত্তাল হয়েছে রাজ্য থেকে গোটা দেশ। রাজ্যে বিরোধীদল গুলো এর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে। শুক্রবার সন্ধ্যায় আরজি করের ঘটনার প্রতিবাদে কুশমন্ডিতে মৌন মিছিল এবং মোমবাতি প্রজ্জলন করা হল জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে।
ইতিমধ্যেই আদালতের নির্দেশে এই ঘটনার তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা শুরু থেকেই অভিযুক্তদের ফাঁসির পক্ষে সওয়াল করেছেন।
এদিন দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে জাতীয় যুব কংগ্রেস পক্ষ থেকে আর্জি কর হাসপাতালে ঘটনা নিয়ে মৌন মিছিল করলেন যুব কংগ্রেস সমর্থকরা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লক জাতীয় কংগ্রেস সভাপতি আইনুল বারি, মানিকুল ইসলাম, জাহরুদ্দিন আহম্মেদ, আলী আফজাল কামরুল জামান সহ অনেকেই । এদিন কুশমন্ডি একমিনিট নিরবতা পালন করে মৌন মিছিল করলেন কুশমন্ডি শহর পরিক্রমা করলেন বলে জানান কুশমন্ডি ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি আইনুল বারি।