আপনার নিউজ ডেক্স:- রাজ্যজুড়ে তখন নারীরা স্বাধীনতার দাবিতে আন্দোলন করছে। ঠিক সেই সময় আরজি কর হাসপাতালে ঢুকে ভাঙচুর চালাল (RG Kar Hospital Attack) একদল দুষ্কৃতী। বুধবার রাতে আরজি কর কাণ্ডের নির্যাতিতার ন্যায়বিচার চেয়ে পথে নেমেছিল হাজার হাজার মানুষ। হাসপাতালের সামনেও বিপুল জমায়েত হয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা রণক্ষেত্রের চেহারা নেয়। ঘড়ির কাঁটা মধ্যরাত পেরোতেই দুষ্কৃতীরা হানা দেয় হাসপাতালে।
ঘটনাস্থলে প্রচুর পুলিশকর্মী থাকলেও তাঁরা পরিস্থিতি সামাল দিতে পারেননি। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের মঞ্চ ভেঙে দেওয়ার পাশাপাশি ভেতর থাকা ডাক্তারদের ওপর হামলা চালানো হয়। জরুরি বিভাগের (RG Kar Hospital) সামনে প্রথমে ব্যাপক হট্টগোল করা হয়। ভেতরে থাকা চিকিৎসার সামগ্রী ভেঙে দেয় দুষ্কৃতীরা। ৩০-৪০ জন যুবকের একটি দল হাসপাতালে এই তাণ্ডবলীলা চালিয়েছে বলে খবর। এমনকি সূত্রের খবর, চারতলার যে সেমিনার রুমে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল, যা সিবিআই সিল করে দিয়ে গিয়েছে, সেখানকার দরজাও ভেঙে ফেলা হয়।
এই ঘটনায় আহত হয়েছেন একাধিক পুলিশকর্মী। কেউ মাথায় চোট পেয়েছেন, কারোর আবার মুখ থেকে রক্ত বেরোতে দেখা গিয়েছে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, ডিসি নর্থের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তাণ্ডব চালানোর ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তৃণমূলের পক্ষ থেকে অভিষেক করা হচ্ছে এই হামলার পেছনে রয়েছে বিজেপি এবং সিপিএমের চক্রান্ত। ছাত্রের মৃত্যুকে হাতিয়ার করে রাজনৈতিক চাঞ্চলের সৃষ্টি করার চেষ্টা হচ্ছে রাজ্যে।