ISI Kolkata Recruitment 2024
আপনার নিউজ ডেক্স:- রাজ্যের বেকার যুবক-যুবতির জন্য বিরাট সুখবর। যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাদের সামনে বড় সুযোগ। ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট (ISI) কলকাতাতে একাধিক শূন্যপদে প্রজেক্ট লিংকড পার্সন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। তাহলে এখানে যেসমস্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তারা শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত এই প্রতিবেদনে দেওয়া আছে। প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখবেন।
প্রথমেই দেখে নিন চাকরির বিবরণ
দেখুন পদের নাম: ISI কলকাতার পক্ষথেকে প্রকাশিত প্রজেক্ট লিংকড পার্সন পদে কর্মী নিয়োগ করা হবে।
দেখুন শূন্যপদের সংখ্যা কত: এখানে মোট ০২ টি শূন্যপদে কর্মী নিয়োগ হবে।
জানুন প্রতিমাসে বেতন: প্রজেক্ট লিংকড পার্সন পদে চাকরির জন্য নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে ৩১,০০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমার মানদণ্ড
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করতে আগ্রহীদের কে যেকোনো সরকারি বা বেসরকারি কলেজ থেকে এম.এসসি ও এম.টেক ডিগ্রি কমপ্লিট করতে পারে।
বয়সসীমা: এখানে আবেদন করতে আগ্রহী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন করবেন কিভাবে?
ISI কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে যান।
তারপর অফিসিয়াল বিজ্ঞপ্তি সংগ্রহ করুন।
তারপর বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি আলাদা করে প্রিন্ট আউট করুন।
তারপর আবেদনকারীর সঠিক তথ্য দিয়ে নির্ভুলভাবে আবেদন পত্রটি পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিপত্র গুলো জেরক্স করুন।
তারপর একটি মুখবন্ধ খামে ভরে নিন।
এরপর নিচে দেওয়া ঠিকানায় নিজে গিয়ে জমা করে দিবেন।
আবেদন পদ্ধতি সম্পর্কে আরো ভালোভাবে জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
আবেদন পত্র জমা (walk in interview) ঠিকানা: আবেদনকারীদের কে Machine Intelligence Unit, 3rd Fllor of Platinum Jubilee Academic Building, Indian Statistical Institute, 203 BT Road, Kolkata 700108 এই ঠিকানায় নিজে গিয়ে জমা করতে হবে।
আবেদনের সময়সীমা: আবেদনকারীদের কে আগামী ০৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল দশটার মধ্যে উল্লেখিত ঠিকানায় উপস্থিত হতে হবে এবং মুখবন্ধ খামটি জমা করতে হবে।