দিলদার আলী; আপনার নিউজ:- ইতিমধ্যেই কুশুমন্ডির নতুন বিডিও হিসাবে কাজে যোগ দিয়েছেন ড. নয়না দাস। অন্যদিকে বিদায়ী বিডিও দর্শনা সুব্বা বদলি হয়ে যাচ্ছেন কালিম্পং। শনিবার কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বিডিও কে স্বাগত জানানো হয় এবং পুরনো বিডিওকে বিদায়ী সম্বর্ধনা দেওয়া হয় জেলা পরিষদের পক্ষ থেকে।
এদিন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাপতি অম্বরিশ সরকার কুশমন্ডির নতুন বিডিও কে জেলা পরিষদের পক্ষ থেকে স্বাগত জানান। এর পাশাপাশি জেলা পরিষদ ও কুশমন্ডি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কুশমন্ডির বিদায়ী বিডিও-কে সংবর্ধনা দেওয়া হয়।
দঃদিনাজপুর জেলার জেলা পরিষদ সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার,কুশমন্ডি পঞ্চায়েত সমিতি সভাপতি মারিয়াম মার্ডি,কুশমন্ডি পাঞ্চায়েত সমিতি পুরত কর্মাধ্যক্ষ সেকেন্দার হক ফুলের তোড়া মিষ্টি দিয়ে বরন করলেন ড. নয়না দাসকে। এর পাশাপাশি, কুশমন্ডি ব্লকে পুরোনো বিডিও দর্শনা সুব্বা বিদায়ী সংবর্ধনা দিলেন। এদিন উপস্থিত ছিলেন কুশমন্ডি পঞ্চায়েত সমিতি সদস্য রিতেশ জোয়াদ্দার, রাজ্জাক হোসেন, রিতিক জোয়াদ্দার সহ অনেকেই।